২৮ এপ্রিল ২০১২, রবিবার, ০৯:৫৬:৩১ অপরাহ্ন


এন মজুমদার কমিউনিটি প্ল্যানিং বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২১-০৬-২০২৩
এন মজুমদার কমিউনিটি প্ল্যানিং বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত এন মজুমদারকে ফুলেল অভিনন্দন


বাংলাদেশি কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, বিশিষ্ট আইন বিশেষজ্ঞ এবং মূলধারার রাজনীতিবিদ মোহাম্মদ এন মজুমদার কমিউনিটি বোর্ড-৯-এর প্ল্যানিং বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এন মজুমদার প্রথম বাংলাদেশি যিনি কমিউনিটি প্ল্যানিং বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হলেন। গত ১৫ জুন সাধারণ সভায় ব্রঙ্কস কমিউনিটি প্ল্যানিং বোর্ড-৯-এর চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। তিনি এই কমিউনিটি বোর্ডের দীর্ঘদিন ধরে মেম্বার, ল্যান্ড অ্যান্ড জোনিং কমিউনিটি চেয়ারম্যান, ফার্স্ট ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মোহাম্মদ এন মজুমদার ২০১০ সাল থেকে বোর্ড মেম্বারের দায়িত্ব পালন ছাড়াও তার কর্তৃত্বপূর্ণ আবদানের স্বীকৃতিস্বরূপ বহু উপাধি-কংগ্রেশনাল অ্যাওয়ার্ড ও প্রক্লেমেশন পেয়েছেন। ২০২২ সালে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এন মজুমদারকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করেন। এন মজুমদার যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশে তার জনহিতকর কাজের জন্য একটি পরিচিত নাম। এন মজুমদার চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ব্রঙ্কস বাংলাদেশি কমিউনিটিতে আনন্দের জেয়ার বইছে। অনেকেই তাকে ফুলেল অভিনন্দন জানাচ্ছেন।

শেয়ার করুন