২৯ এপ্রিল ২০১২, সোমবার, ০৪:২২:১৭ পূর্বাহ্ন


হিরো আলমের উপর হামলা
ঢাকাস্থ বিদেশী দুতাবাস সমুহ ও ইউরোপিয়ান ইউনিয়নের নিন্দা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৯-০৭-২০২৩
ঢাকাস্থ বিদেশী দুতাবাস সমুহ ও ইউরোপিয়ান ইউনিয়নের নিন্দা


ঢাকা ১৭ উপনির্বাচন গত ১৭ জুলাই অনুষ্টিত হয়। ওই নির্বাচনে অন্যতম স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলমের – যিনি হিরো আলমের উপর হামলার নিন্দা জানিয়েছে ঢাকাস্থ বিদেশী দুতাবাস সমুহ ও ইউরোপিয়ান ইউনিয়ন। আজ  যুক্তরাষ্ট্রের ঢাকা দুতাবাসের ওয়েব সাইটে প্রকাশিত ওই যৌথ বিবৃতি নিম্মে হুবহু তুলে দেয়া গেল।

‘আমরা ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের প্রার্থী আশরাফুল আলমের – যিনি হিরো আলম নামে পরিচিত – ওপর হামলার তীব্র নিন্দা জানাই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই। আমরা পূর্ণ তদন্ত ও দোষীদের জবাবদিহিতার দাবি জানাই। আসন্ন নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় সেজন্য আমরা সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাই।’


হিরো আলমের ওপর হামলা/ছবি সংগৃহীত



দূতাবাস ও হাইকমিশনসমূহের সাক্ষর :

কানাডা, ডেনমার্ক, ফ্রান্স,জার্মানি, ইতালি , নরওয়ে, সুইডেন ,নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য , যুক্তরাষ্ট্র, ও ইউরোপিয়ান ইউনিয়ন।

শেয়ার করুন