২৬ এপ্রিল ২০১২, শুক্রবার, ০৯:৫৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :


বউ পেটানোয় কানাডা কনস্যুলেটের কর্মকর্তা মনোয়ারকে প্রত্যাহার
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৯-০৪-২০২২
বউ পেটানোয় কানাডা কনস্যুলেটের কর্মকর্তা মনোয়ারকে প্রত্যাহার কানাডা বাংলাদেশ দূতাবাস ভবন


বউ পেটানোর অভিযোগে পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা ও কানাডায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস, টরন্টো- এর সাবেক প্রথম সচিব মনোয়ার মোকাররমকে প্রত্যাহার করা হয়েছে। তিনি বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (এমআরপি এন্ড কনস্যুলার) হিসেবে কর্মরত আছেন। অন্যদিকে একই অফিস থেকে অডিট ক্যাডারের কর্মকর্তা ও কাউন্সিলর (স্থানীয়) মানসুরীন খান চৌধুরীকে স্ট্যান্ড রিলিজড করার আদেশ দেয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এ দুই তথ্য জানা গেছে। সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, গেল বছরের শেষ দিকে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস, টরন্টো-এর সাবেক প্রথম সচিব মো. মনোয়ার মোকাররম তার স্ত্রীকে পিটিয়ে পুলিশের হাতে গ্রেফতার হন। পুলিশের কাছে গ্রেপ্তারের পর মুচলেকা দিয়ে ছাড়া পান। তখনই পররাষ্ট্র মন্ত্রণালয় তড়িঘড়ি করে মো. মনোয়ার মোকাররমকে প্রত্যাহার করে ঢাকায় চলে যাওয়ার আদেশ দেয়। তবে মনোয়ারের স্ত্রী টরেন্টোতে তার স্বামীর বিরুদ্ধে পার্সোনাল এবিউজ এর মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন আছে।

পাশাপাশি মনোয়ারের স্ত্রী ও সন্তান শরণার্থী হিসেবে আশ্রয় চেয়ে কানাডা সরকারের কাছে আবেদন করেছেন। মনোয়ারের স্ত্রীর শরণার্থী হিসেবে আবেদনটি এখনও শুনানী হয়নি। তবে স্বামীর বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানী চলছে। এদিকে গত ২১ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (সংস্থাপন) মোহাম্মদ আল আলেমুল ইমাম বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস, টরন্টোর কাউন্সিলর (স্থানীয়) মানসুরীন খান চৌধুরীকে স্ট্যান্ড রিলিজড সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। আদেশে বলা হয়েছে, ২০২১ সালের ২১ শে মার্চ একটি অফিস আদেশের মাধ্যমে আপনাকে মন্ত্রণালয়ে প্রত্যাবর্তনের জন্য নির্দেশনা প্রদান করা হয়, যা আপনি প্রতিপালন করেননি।

এমন অবস্থায়, আদিষ্ট হয়ে আপনাকে আগামী ৩০ জুনের মধ্যে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস- টরন্টোতে আপনার বর্তমান দায়িত্বভার ত্যাগ করে সদর দফতর, ঢাকায় যোগদানের জন নির্দেশনা প্রদান করা যাচ্ছে। আপনি ৩০ শে জুন তারিখের মধ্যে আপনি বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস, টরেন্টোতে দায়িত্বভার ত্যাগ না করলে ৩০ শে জুন অপরাহ্নে আপনি বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস, টরন্টো থেকে স্ট্যান্ড রিলিজড হিসেবে গণ্য হবেন এবং ১ লা জুলাই থেকে আপনি বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, টরন্টোতে কূটনৈতিক পদে পদায়িত থাকবেন না এবং বৈদেশিক ভাতা ও আপ্যায়ন ভাতা, বিধি অনুযায়ি সরকারি বাসস্থান, বিধি অনুযায়ি সরকারি ব্যয়ে চিকিত্সা সুবিধাদি এবং বিধি অনুযায়ি সন্তানাদির শিক্ষা ভাতা পাবেন না।

শেয়ার করুন