২৮ এপ্রিল ২০১২, রবিবার, ০৪:০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :


জাতিসংঘের মহাসচিবের কিয়েভ সফরকালে আক্রমন
রুশ ক্ষেপণাস্ত্র হামলায় সাংবাদিক নিহত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৯-০৪-২০২২
রুশ ক্ষেপণাস্ত্র  হামলায় সাংবাদিক নিহত ভিরা হাইরিচ (৫৫) /ছবি,সংগৃহীত


জাতিসংঘের মহাসচিব যখন কিয়েভে সফর করছিলেন, রুশ-ইউক্রেন চলমান যুদ্ধে ঠিক তখন যে ক্ষেপনাস্ত্র হামলা করে রাশিয়ান সৈন্যরা সেটাতে একজন রেডিও সাংবাদিক নিহত হয়েছেন। রেডিও লিবার্টির ওই সাংবাদিকের নাম ভিরা হাইরিচ। ৫৫ বছর বয়সী ও সাংবাদিক তখন নিজ বাড়ীতেই অবস্থান করছিলেন। 

ক্ষেপনাস্ত্র তার বাড়ীর দেয়ালে আঘাত লাগে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে এ খবর পরিবেশিত হয়। 

এর আগে ওই হামলায় একজনের মৃত দেহ উদ্ধার করা হয়েছে বলে জানানো হলেও বিস্তারিত জানানো হয়নি। পরে ভিরার বিষয়টা নিশ্চিত করা হয়। রেডিও লিবার্টি মার্কিনীদের অর্থে পরিচালিত বলে জানা গেছে।  

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে ২০১৮ সন থেকে রেডিও লিবার্টির কিয়েভ ব্যুরোতে কর্মরত ছিলেন ভিরা হাইরিচ। 

এর আগে তিনি ইউক্রেনের একটি টেলিভিশনেও চাকরি করেছিলেন তিনি। 

শেয়ার করুন