২৮ এপ্রিল ২০১২, রবিবার, ০৯:৫৭:১০ অপরাহ্ন


বাংলাদেশ কমিউনিটি অব ডেলাওয়ারের পিঠা উৎসব
নাজমুল হাসান
  • আপডেট করা হয়েছে : ০৬-০৩-২০২৪
বাংলাদেশ কমিউনিটি অব ডেলাওয়ারের পিঠা উৎসব অনুষ্ঠানে উপস্থিতির একাংশ


গত ২ মার্চ আপার ডার্বির ঢাকা ক্লাব হলরুমে বাংলাদেশ কমিউনিটি অব ডেলাওয়ার কাউন্টির পিঠা উৎসব ২০২৪ উদযাপিত হলো অত্যন্ত আনন্দঘন পরিবেশে। পেনসিলভানিয়া আপার ডার্বিতে বসবাসরত বাংলাদেশিদের এক মিলনমেলায় পরিণত হয়। ঢাকা ক্লাবের পার্টি সেন্টার এই পিঠা উৎসবে পেনসিলভানিয়ার বাংলাদেশিরা ছাড়াও ডেলাওয়ার, ভার্জিনিয়া, নিউজার্সি ও নিউইয়র্ক থেকেও অনেকে সংযুক্ত হন এই গ্রামবাংলার ঐতিহবাহী পিঠা উৎসবে।

বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসবের আহ্বায়ক কাজী সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আজিম উদ্দিন ও মো. নাজমুল হকের সঞ্চালনায় পিঠা উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনেটর টিম কারনি, স্পেশাল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেট প্রতিনিধি জিনা এইচ বোরি, মেলবোন মেয়র এম এ তৈয়ব, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, বীর মুক্তিযোদ্ধা কাদেরী কিবরিয়া, মুক্তিযোদ্ধা সারাফাত চৌধুরী মুবিন, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, ড. ইবরুল চৌধুরী, ডেলাওয়ার বেলীর সভাপতি ফারহানা আফরোজ, দেলোয়ার ইসলামিক সেন্টারের সভাপতি কালাম রহমান, মোদের পাঠশালার আলী জাকের, সপ্তক সংগীত নিকেতনের জলি দাস, বিটিএসপির সভাপতি মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক টিপু, বাংলাদেশ সোসাইটি অব পেনসিলভানিয়া সভাপতি সাইদুজ্জামান ডেনি, বাংলাদেশ কমিউনিটি সভাপতি মাইনউদ্দিন মইনুল, বিটিএসপির সাবেক সভাপতি সাইকুল, ফ্রেন্ড এন ফ্যামিলির সভাপতি মোশাররফ, সাধারণ সম্পাদক ওয়াকিল হোসেন তুষার, চট্টগ্রাম সমিতির সভাপতি মাসুর খৈয়াম, পেনসিলভানিয়া বাংলা নিউজ সম্পাদক নাজমুল হাসান বাবু, বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভানিয়ার সাধারণ সম্পাদক ফারুক, লক্ষ্মীপুর সমিতির সভাপতি সুলাইমান সম্পাদক বেলাল।

পিঠা উৎসবে গান পরিবেশন করেন নিউইয়র্ক থেকে আগত ক্লোজআপ ওয়ান তারকা শশী, পেনসিলভানিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী জলি দাস, ব্যান্ডশিল্পী জীবন, সালমান, মেহজাবিনসহ অনেক লোকাল শিল্পীরা। হরেক রকম পিঠা পুলির স্টলে সুসজ্জিত ঢাকা ক্লাব পরিণত হয় একখ- বাংলাদেশে। প্রতিবারের মতো এবারের পিঠা উৎসবের প্রধান আকর্ষণ ছিল র‌্যাফেল ড্রতে ছিল ১০টি আকর্ষণীয় পুরস্কার। র‌্যাফেল ড্র প্রথম পুরস্কার দেন নিউ হোপ হোম কেয়ার, দ্বিতীয় পুরস্কার দেন নুর করিম, তৃতীয় পুরস্কার দেন আজম মাহাবুবুর রহমান, গ্র্যান্ড ইসপন্সর হিসেবে ছিলেন অ্যাপেল হোম কেয়ার, সুইট সুন্না, ওশানওয়াইড, এনওয়াই ফ্যাশন, খুশবু হালাল রেস্টুরেন্ট, ঈগল নেট হোম কেয়ার, বিসমিল্লাহ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারিং, নিউ ফ্যাশন টেইলার ইনক, মাসুম সিদ্দিক রিয়েলেটর, জাহিদ চৌধুরী বেস্ট বিডি ট্রাভেল, মাইনউদ্দিন মইনুল বিসি বার্গিন ফার্নিচার, হাসান ইয়াসিন রিয়েলেটর।

বাংলাদেশি কমিউনিটি অব ডেলাওয়ার কাউন্টি ঐতিহ্যবাহী গ্রামবাংলার পিঠা উৎসব অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, সারোয়ার আলম, লায়লা তাসমিন, মো. জেফলিন, মো. সেলিম রাজা, ওয়াকিল হোসেন তুষার, মো. ফারুক আহাম্মেদ, ফাতেমা আফরোজা, মাহিদুন্নবী রুকু, মঞ্জুরুল ইসলাম, তানভীর মাহাতাব, মশিউর রহমান, রিয়াজুল হক টিটু, ফরিদুল ইসলাম, মো. ফারুক হোসেন, জেড এ এম রিজওয়ান, নুর করিম রনি, মৃদুল, দেলোয়ার রহমান, পারভীন রিনা, লাইজু প্রমুখ।

শেয়ার করুন