০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৩:২০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


ফেডারেল রেজিস্টারে মানবিক পাবলিক চার্জ রুল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৪-০৯-২০২২
ফেডারেল রেজিস্টারে মানবিক পাবলিক চার্জ রুল


যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট (ডিএইচএস) আমেরিকায় প্রবেশে অগ্রহণযোগ্যতা নিরূপণে পাবলিক চার্জ রুল কীভাবে প্রয়োগ করবে সে সম্পর্কিত ফাইনাল রুল ফেডারেল রেজিস্ট্রারে প্রকাশ করেছে গত ৯ সেপ্টেম্বর। এই নতুন চিঠিতে বিগত ট্রাম্প প্রশাসন মেডিকেইড ও পুষ্টির সহায়তা লাভকেও যে পাবলিক চার্জের আওতায় এনেছিল তাকে রহিত করা হয়েছে। তার পরিবর্তে ট্রাম্প প্রশাসনের পূর্বে যে আইন যুগ যুগ ধরে বলবত ছিল তা পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে। এই বিধি প্রকাশ করে বাইডেন প্রশাসন বৈধ ইমিগ্রেশনের ওপর বিশ্বাসকে আরো জোরালো করেছে। 

হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আলেজান্দ্রো মেওরকাস বলেন, ‘এই ব্যবস্থা বৈধ ইমিগ্র্যান্টদের ও তাদের পরিবারের সদস্যদের প্রতি সুষ্ঠু ও মানবিক আচরণ নিশ্চিত করেছে। আর তা আমেরিকায় কঠোর মূল্যবোধের প্রতি সংহতিপূর্ণ।’

এই আইনের পূর্বে যেসব ইমিগ্র্যান্ট সরকারের ভাতার ওপর নির্ভর ছিল, তাদের এদেশে প্রবেশাধিকার ও আইনগত গ্রিনকার্ড দেয়া নাকচ করা হয়। কিন্তু ২০১৯ সালের পূর্বে প্রায় সব ক্যাশ নয়, এমন সরকারি বেনিফিটস যেমন মেডিকেইড, পুষ্টি সহায়তা এসব কিছু পাবলিক চার্জের জন্য বিচার করা হতো না; কিন্তু ২০১৯ সালে ট্রাম্পের আইন অবশেষে নাকচ করা হয়। তা আর কার্যকর নয়। আর তা অগ্রহণযোগ্য ইমগ্র্যান্ট শনাক্ত করার জন্য বিবেচনা করা হয় না। মিশ্রিত পরিবার যেমন- ইউএস সিটিজেন শিশু ও অবৈধদের মিশ্রণে যে পরিবার, সেজন্য পাবলিক চার্জ ২০১৯ সালের চিঠি মোতাবেক বিবেচনা করা হয় না। এই বিধি ফেডারেল রেজিস্ট্রারে প্রকাশ করে যে, পাবলিক চার্জ ঐতিহাসিকভাবে বিবেচনা করা হতো তা বলবত করা হয়েছে। 

যদি কোনো নন-সিটিজেন প্রাথমিকভাবে সরকারি ভাতার ওপর নির্ভর বলে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ শনাক্ত করে থাকে, তাহলে তা পাবলিক চার্জের আওতায় আসবে। এই সিদ্ধান্ত মূলত (১) অনাগরিকদের বয়স, স্বাস্থ্য, পারিবারিক স্ট্যাটাস ও শিক্ষা এবং দক্ষতা যা ইমিগ্রেশন আইনে প্রয়োজনীয়তার ওপর নির্ভর করছে। (২) আর এফিডেভিট অব সাপোর্ট আই-৮৬৪ আইএনএ’র সেকশন ২১৩-এ’র অধীনে কোনো অনাগরিকদের পক্ষ থেকে পেশ করা হয়। (৩) অনাগরিকদের এসএসআই গ্রহণ, ক্যাশ সহায়তা লাভ, গরিব পরিবারের জন্য টেম্পোরারি এসিস্ট্যান্স লাভ ইত্যাদির ওপর নির্ভর করে। 

এরপর ডিএইচআর আরেকটি নতুন করে পলিসি ম্যানুয়েল তৈরি করবে। ইউএসসিআইএসের কর্মকর্তাদের সুবিধার্থে ডিসেম্বর ২৪, ২০২২ সাল থেকে এই চূড়ান্ত বিধি কার্যকর হবে। 

শেয়ার করুন