১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৪:২৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


জি এম কাদেরসহ ২৬ নেতার বিরুদ্ধে অভিযোগ
আরো পাঁচ জাতীয় পার্টির প্রার্থী নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষনা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৩-০১-২০২৪
আরো পাঁচ জাতীয় পার্টির প্রার্থী নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষনা


নির্বাচন সামনে জাতীয় পার্টি একের পর এক নাটক তৈরী করছে। এক এক করে সরে দাড়াচ্ছে জাতীয় পার্টির প্রার্থী। সর্বশেষ, আজ বুধবার এ কাতারে ৫জন সরে দাড়িয়েছে বলে খবর দিয়েছে ঢাকার শীর্ষস্থানীয় এক দৈনিক।  অজুহাত- ‘নানামুখী চাপ ও ভোটের পরিবেশ নেই’- এমন অভিযোগ তুলে আজ বুধবার পাঁচটি আসনে ৭ জানুয়ারির নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় পার্টির প্রার্থীরা।


আসনগুলো হলো চুয়াডাঙ্গা-১ ও ২, সিলেট-৫, ময়মনসিংহ-৩ এবং গাইবান্ধা-৫। এ নিয়ে গত চার দিনে ১৮টি আসনে নির্বাচন থেকে সরে দাড়ালো জাপা। জেলা আইনজীবী সমিতি মিলানয়তনে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন চুয়াডাঙ্গা-১ আসনে লাঙ্গলের প্রার্থী জেলা জাপা সভাপতি অ্যাডভোকেট সোহরাব হোসেন ও চুয়াডাঙ্গা-২ আসনের দলীয় প্রার্থী রবিউল ইসলাম।  


সোহরাব হোসেন বলেন, ‘প্রচারে দারুণ সাড়া পেলেও কেন্দ্রীয় নেতাদের আচরণে আমরা হতাশ। তারা আওয়ামী লীগের কাছ থেকে ২৬ আসন পাওয়ার পর আমাদের পানিতে ভাসিয়ে দিয়েছেন। পার্টির চেয়ারম্যান জি এম কাদেরসহ ২৬ নেতার কাছে সবাই জিম্মি। তারা সরকারের কাছ থেকে কোটি কোটি পেলেও প্রার্থীদের এক টাকাও দেননি।’  


জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সিলেট-৫ আসনে লাঙ্গলের প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান সাব্বির আহমদ বলেন, ‘নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। নানাভাবে হুমকি ধমকি ও চাপ দেওয়া হচ্ছে। এ জন্য ভোট প্রত্যাখ্যান করলাম।’ এ নিয়ে সিলেট বিভাগের ১৯টি আসনে জাতীয় পার্টির তিনজন, স্বতন্ত্র এক ও বিএনএমের এক প্রার্থী সরে দাঁড়ালেন।  


নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলচড়ি) আসনে লাঙ্গলের প্রার্থী ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আতাউর রহমান সরকার বলেন, নির্বাচনী ক্যাম্পে আগুন, কর্মীদের মারধর, প্রশাসনের অসহযোগিতাসহ নির্বাচনের পরিবেশ না থাকাই ভোট থেকে সরে দাঁড়ালাম।  
 ফলে এ আসনে আওয়ামী লীগের মাহমুদ হাসান রিপন, দলটির স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলীসহ পাঁচজন প্রতিদ্বন্দ্বিতায় রইলেন।  


 ময়মনসিংহ-৩ আসনে লাঙ্গলের প্রার্থী ডা. মোস্তাফিজুর রহমান আকাশ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি সমকালকে বলেছেন, ‘একপেশে নির্বাচন হচ্ছে। মঙ্গলবার রাতে বোকাইনগর ইউনিয়নে আমার নির্বাচনী ক্যাম্পে অস্ত্রধারীরা হামলা করেছে, তাই নির্বাচন করব না।’  

শেয়ার করুন