বাইডেন প্রশাসন গত ৮ অক্টোবর ঘোষণা করেছে যে নিকারাগুয়া, কিউবা, ভেনেজুয়েলা এবং হাইতির নির্দিষ্ট অভিবাসীরা যে অস্থায়ী মানবিক কর্মসূচির মাধ্যমে আইনি মর্যাদা পেয়েছিলেন, তা আর বাড়ানো হবে না। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির তথ্যানুযায়ী, এসব অভিবাসীকে এখন অন্য আইনি উপায়ে যুক্তরাষ্ট্রে থাকার ব্যবস্থা করতে হবে।
দুই বছর আগে ভেনেজুয়েলার অভিবাসীদের জন্য চালু করা এই কর্মসূচি তাদের অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজ করার সুযোগ দেয়। কর্মসূচির লক্ষ্য ছিল অবৈধ সীমান্ত পারাপার কমানো। কর্মসূচির শর্ত ছিল অভিবাসীদের একজন স্পন্সর থাকতে হবে, নিরাপত্তা যাচাই করতে হবে এবং ভ্যাকসিনেশন সম্পূর্ণ করতে হবে। পরবর্তীতে এই সুযোগ নিকারাগুয়া, কিউবা ও হাইতির অভিবাসীদের জন্যও সম্প্রসারিত করা হয়। তবে, এ কর্মসূচি নিয়ে রাজনৈতিক বিতর্কও শুরু হয়, যেখানে রিপাবলিকানরা দাবি করেন, প্রশাসন প্যারোল ব্যবস্থার অপব্যবহার করছে।
সরকারি তথ্যমতে, এ কর্মসূচির আওতায় প্রায় ৫৩০,০০০ কিউবা, হাইতি, নিকারাগুয়া এবং ভেনেজুয়েলার অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। যদিও কর্মসূচি নতুন আবেদনকারীদের জন্য এখনো চালু রয়েছে, তবে কিছু সময়ের জন্য প্রতারণার আশঙ্কায় তা স্থগিত করা হয়েছিল। হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, এই কর্মসূচি মূলত অস্থায়ী ছিল, যার উদ্দেশ্য ছিল অভিবাসীদের আইনি মর্যাদা পাওয়ার সুযোগ দেওয়া। তবে প্রশাসন নিশ্চিত করেনি যে এটি পুনরায় চালু করা হবে কিনা। ভেনেজুয়েলার অভিবাসীদের প্যারোল মেয়াদ শিগগিরই শেষ হতে চলেছে, এবং হাইতি ও ভেনেজুয়েলার কিছু নাগরিক ইতোমধ্যে অস্থায়ী সুরক্ষা স্থিতির জন্য জন্য যোগ্য এবং অনেকেই ইতিমধ্যে সেই মর্যাদা পেতে আবেদন করেছেন।