১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১১:৫৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের নয়া সাধারণ সম্পাদক খলিলুর রহমান
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৬-০৬-২০২২
বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের নয়া সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিলুর রহমান


নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খলিল বিরিয়ানি হাউসের স্বত্বাধিকারী শেফ মো. খলিলুর রহমান। গত ১০ জুন শুক্রবার খলিল বিরিয়ানি হাউসে সংগঠনের কার্যনির্বাহী পরিষদের এক সভায় সর্বসম্মতিক্রমে তাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। এর আগে ব্যক্তিগত কারণে সংগঠনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিংকন পদত্যাগ করায় পদটি শূন্য হয়। সভায় সংগঠনের প্রেসিডেন্ট জাকি চৌধুরী সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট বিলাল ইসলাম ও বখতিয়ার রহমান খোকন, যুগ্ম সম্পাদক সুমন চৌধুরী, কোষাধ্য সৈয়দ শারফিন মোর্শেদ, অফিস সেক্রেটারি এম বি তুষার এবং ডিরেক্টর কামরুজ্জামান বাবু।

নতুন দায়িত্ব প্রাপ্তি প্রসঙ্গে খলিলুর রহমান বলেন, কার্যকরি পরিষদের সকলে মিলে আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন আমি চেষ্টা করব তার যথাযথ মূল্য দিতে। তিনি বলেন, আমি সবাইকে নিয়ে বাংলাবাজার এলাকার ব্যবসায়ী ও কাসটমারদের স্বার্থরায় কাজ করবো ইনশাল্লাহ। এজন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।


শেয়ার করুন