০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০২:১৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের দোয়া ও ইফতার মাহফিল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৫-০৩-২০২৫
রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের দোয়া ও ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের ইফতারে বক্তব্য রাখছেন মাওলানা ফখরুল ইসলাম মাসুম


যথাযোগ্য ভাবগম্ভীর পরিবেশ এবং সৌহার্দ্য সম্প্রীতির মধ্যদিয়ে প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার ও দোয়া মাহফিলটি গত ৩ মার্চ সন্ধ্যায় জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে চাঁদপুরবাসীসহ প্রবাসের বিভিন্ন সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে রূপসী চাঁদপুরবাসীর ইফতার মাহফিলে মিলনমেলায় পরিণত হয়।

রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম মাছুমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নূরে আলম মনিরের পরিচালনায় ইফতার মাহফিলের শুরুতে কোরআন তেলওয়াত করেন মোহাম্মদ আবু বকর। ইফতার মাহফিলে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি কামরুজ্জামান কামরুল, জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও মূলধারার রাজনীতিবিদ ফাহাদ সোলায়মান, বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ডা. এনামুল হক, সাধারণ সম্পাদক এবি সিদ্দিক পাটোয়ারি, সিনিয়র সহ সভাপতি ইউনুস সরকার, ইফতার মাহফিলের আহবায়ক মোহাম্মদ আবু বকর, সদস্য সচিব ফয়েজ আহমেদ, সংগঠনের উপদেষ্টা হারুণ ভুইয়া, নাজমুল আহসান, আমিন খান জাকির, প্রফেসর শাহাদাত হোসেন, মামুন মিয়াজী, জামান তপন, মনির হোসেন, সাবেক সভাপতি ফারুক হোসেন মজুমদার, সহ সভাপতি মোবারক হোসাইন, রেজাউর রহমান রাজু, নূরুল আলম মজুমদার, সোহেল গাজী, মোহাম্মদ সোহেল, বাংলাদেশ সোসাইটির কর্মকর্তা আবুল কাশেম, সেলিম বক্সার, জাবেদ উদ্দিন, গাজী টিটো প্রমুখ।

সভাপতির বক্তব্যে মাওলানা ফখরুল ইসলাম মাছুম ইফতার ও দোয়া মাহফিল সফল করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমাদের এই সংগঠনের পক্ষ থেকে ৩ লাখ টাকা খরচ করে চাঁদপুরে এক অসহায় পরিবারকে ঘর তৈরি করে দেয়া হয়েছে। এ ছাড়াও চাঁদপুর প্রেসক্লাবের মাধ্যমে ১ হাজার প্যাকেট ইফতার গরীবদের মধ্যে বিতরণ করা হয়েছে। প্রবাসী চাঁদপুরবাসীর জন্য আরো একশত কবরের বুকিং দেয়া হয়েছে। তিনি এই সংগঠনকে আরো এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন।

সাধারণ সম্পাদক নূরে আলম মনির ইফতার ও দোয়া মাহফিলে যারা অংশগ্রহণ এবং যারা সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শেয়ার করুন