৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৯:৩৫:১৯ পূর্বাহ্ন


মামদানি ও ব্র্যানানকে বার্নি স্যান্ডার্সের সমর্থন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৮-০৬-২০২৫
মামদানি ও ব্র্যানানকে বার্নি স্যান্ডার্সের সমর্থন মেয়র প্রার্থী জোহরান মামদানি, সিনেটর বার্নি স্যান্ডাস এবং কম্পট্রোলার প্রার্থী জাস্টিন ব্র্যানান


যুক্তরাষ্ট্রের প্রগতিশীল রাজনীতির অন্যতম মুখ সিনেটর বার্নি স্যান্ডার্স নিউ ইয়র্ক সিটির আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারির আগে বড়সড় রাজনৈতিক সমর্থনের ঘোষণা দিয়েছেন। তিনি কুইন্সের অ্যাসেম্বলিম্যান ও ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট জোহরান মামদানিকে মেয়র প্রার্থী হিসেবে এবং সিটি কাউন্সিল সদস্য জাস্টিন ব্র্যানানকে কম্পট্রোলার পদে সমর্থন জানিয়েছেন। বার্নি স্যান্ডার্স বলেন, এই নির্বাচন হলো কর্পোরেট দ্বারা নিয়ন্ত্রিত রাজনীতির বিরুদ্ধে সাধারণ মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠার লড়াই। তিনি মামদানিকে শ্রমজীবী মানুষের প্রার্থী হিসেবে আখ্যায়িত করে তার প্রচারণাকে একটি অনুপ্রেরণামূলক তৃণমূল আন্দোলন হিসেবে বর্ণনা করেন। তিনি আরও বলেন, এই সময়ে স্থিতাবস্থার রাজনীতি চলতে পারে না। আমাদের প্রয়োজন সাহসী নেতৃত্ব, যা মামদানি দিতে পারবে।

স্যান্ডার্সের সমর্থনের প্রতিক্রিয়ায় মামদানি বলেন, সিনেটর স্যান্ডার্স আমার জীবনের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। আমি মেয়র হিসেবে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে নিউ ইয়র্ককে বাসযোগ্য করে তোলার জন্য প্রতিদিন কাজ করব। সম্প্রতি মার্কিন কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজও মামদানিকে সমর্থন করেছেন, যার ফলে মামদানি এখন স্পষ্টভাবে প্রগতিশীল শিবিরের প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন।

কম্পট্রোলার প্রার্থী হিসেবে ব্র‍্যানানকে সমর্থন দিয়ে বার্নি স্যান্ডার্স বলেন, দুর্নীতিগ্রস্ত রাজনীতিক থেকে কর্পোরেট লোভীদের বিরুদ্ধে লড়াইয়ে জাস্টিন ব্র্যানান কখনও পিছপা হননি। তিনি আরও বলেন, ব্র্যানান কম্পট্রোলার হিসেবে শিশুদের প্রারম্ভিক শিক্ষা, পার্ক, লাইব্রেরি এবং সরকারি বিদ্যালয়ে বিনিয়োগ করবেন। ব্র্যানান বর্তমানে ম্যানহাটনের বরো প্রেসিডেন্ট মার্ক লেভিনের তুলনায় পিছিয়ে রয়েছেন, তবে এখনও বহু ভোটার চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

শেয়ার করুন