২৭ এপ্রিল ২০১২, শনিবার, ১১:২৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব, তবে প্রক্রিয়া জটিল’ খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘন্টাব্যাপী সাক্ষাৎ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে - হাবিবুল মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন অনুমান ও অপ্রমাণিত অভিযোগ নির্ভর- পররাষ্ট্র মন্ত্রনালয় ইউরোপে ভারতীয় ৫২৭ পণ্যে ক্যান্সার সৃষ্টিকারি উপাদন শনাক্ত বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি বিএনপির আন্দোলন ঠেকানোই ক্ষমতাসীনদের প্রধান চ্যালেঞ্জ বিএনপিকে মাঠে ফেরাচ্ছে আওয়ামী লীগ উপজেলা নির্বাচন নিয়ে অদৃশ্য চাপে বিএনপি


সেকেন্ড ভাইস গভর্নর হওয়ায় লায়ন আসেফ বারী সংবর্ধিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩১-০৫-২০২৩
সেকেন্ড ভাইস গভর্নর হওয়ায় লায়ন আসেফ বারী সংবর্ধিত বক্তব্য রাখছেন আসেফ বারী টুটুল


ইন্টারন্যাশনাল লায়ন্স ডিস্ট্রিক্ট ২০-আর টু-এর ৯৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত হয়েছে আপস্টেট নিউইয়র্কের বাফেলোতে। গত ২৮ এপ্রিল শুক্রবার থেকে ৩০ এপ্রিল পর্যন্ত লায়ন্স ক্লাবের বার্ষিক কনভেনশনের শেষ দিন ৩০ এপ্রিল রোববার আগামী দিনের লায়ন্স নেতৃত্বের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ও বারী হোম কেয়ারের কর্ণধার আসেফ বারী টুটুল লায়ন্স ডিস্ট্রিক্ট ২০-আর টুর সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর পদে ডেলিগেটদের সরাসরি ভোটে নির্বাচিত হন। ২০১৪ সালে প্রতিষ্ঠিত নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের কোনো প্রার্থীর এটাই সর্বোচ্চ পদে অর্জন। এ উপলক্ষে গত ২০ মে দুপুরের পর এক সংবর্ধনার আয়োজন করা হয় লং আইল্যান্ডের আসেফ বারী টুটুলের বাস ভবনে। উক্ত অনুষ্ঠানে একই সঙ্গে নির্বাচিত ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন রেমন্ড স্মিথ এবং ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন টেরি পেলাডিনিকে সংবর্ধিত করা হয়। 

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নিউইয়র্ক-বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন আহসান হাবীব এবং সাবেক সেক্রেটারি মো. সাইফুল ইসলাম। প্লেজ অব এলিগেন্স উপস্থাপন করেন আসেফ বারীর একমাত্র কন্যা সাবা বারী। লায়ন্স প্রেয়ার পরিবেশন করেন আদি বারী এবং লায়ন টোস্ট উপস্থাপন করেন সাবেক ক্লাব সেক্রেটারি লায়ন মো. সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ২০-আর টুর ৯টি ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা। ছিলেন পিডিজি মেডাডি সি, পিডিজি আমাদু সি, পিডিজি রিকি ইতু, ডিস্ট্রিক্ট ২০-আর টু সিড বামগাতেন, পিডিজি অরোরা, ডিস্ট্রিক্ট ২০-আর টু ট্রেজারার লায়ন অস্কার, এলসিআইএফ কো-অর্ডিনেটর লায়ন মারিমতো, জোন চেয়ার ইসি তাকিতা, জোন চেয়ার লায়ন সুদেশ, ফিলএন লায়ন্স ক্লাব পাস্ট প্রেসিডেন্ট নিনা স্মিথ প্রমুখ।

নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট লায়ন মতিউর রহমান, সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান প্রধান নির্বাচন কমিশনার লায়ন মোহাম্মদ সাঈদ, সেক্রেটারি লায়ন হাসান জিলানী, ৩য় ভাইস-প্রেসিডেন্ট লায়ন মুনমুন হাসিনা বারী, ডাইরেক্টর লায়ন গিয়াস আহমেদ, লায়ন মোহব্বত আলী আকন্দ, লায়ন মোহাম্মদ আবুল কাশেম চৌধুরী, লায়ন হারুন ভূইয়া, মেম্বারশিপ চেয়ারপারসন লায়ন জে এফ এম রাসেল, জয়েন্ট সেক্রেটারি লায়ন ডেইজি ইয়াসমিন, লায়ন তারেক হাসান খান, লায়ন নুরুল আজিম, লায়ন আব্দুল খালেক, লায়ন আলমগীর খান আলম, লায়ন সরোয়ার প্রিমেল, লায়ন গোলাম এন হায়দার মুকুট, লায়ন আশরাফুজ্জামান আশরাফ, লায়ন আবদুর রশীদ বাবু, লায়ন নাজিম উদ্দিন, লায়ন কামরুল মজুমদার, সিপিএ মো. কে চিস্তি, লায়ন ওমর ফারুক, লায়ন রুহুল আমিন, লায়ন রায়ান তাজ, লায়ন তাহমিনা চৌধুরী, লায়ন তৌহিদ ইসলামসহ আরো অনেকেই।

অনুষ্ঠানে লায়ন আসেফ বারী টুটুলসহ গভর্নর এবং ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। দেওয়া হয় বিশেষ সম্মাননা ক্রেস্ট এবং ফুলের তোড়া। 

অতিথিদের সামনে ব্যান্ড শো পরিবেশন করেন আসেফ বারী টুটুল, জেএফএম রাসেল, মাহি বারী ও কামরুল মজুমদার। অনুষ্ঠানকে আরো আনন্দঘন করতে নৃত্য পরিবেশন করেন ফিলিপেনো গ্রুপ। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছিলেন।

শেয়ার করুন