২৭ এপ্রিল ২০১২, শনিবার, ০৩:১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব, তবে প্রক্রিয়া জটিল’ খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘন্টাব্যাপী সাক্ষাৎ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে - হাবিবুল মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন অনুমান ও অপ্রমাণিত অভিযোগ নির্ভর- পররাষ্ট্র মন্ত্রনালয় ইউরোপে ভারতীয় ৫২৭ পণ্যে ক্যান্সার সৃষ্টিকারি উপাদন শনাক্ত বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি বিএনপির আন্দোলন ঠেকানোই ক্ষমতাসীনদের প্রধান চ্যালেঞ্জ বিএনপিকে মাঠে ফেরাচ্ছে আওয়ামী লীগ উপজেলা নির্বাচন নিয়ে অদৃশ্য চাপে বিএনপি


মেমোরিয়াল ডে’তে সোলজার্স মনুমেন্টে বাঙালিদের প্রথম শ্রদ্ধাজ্ঞাপনে তিনবাংলা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৯-০৬-২০২২
মেমোরিয়াল ডে’তে সোলজার্স মনুমেন্টে বাঙালিদের প্রথম শ্রদ্ধাজ্ঞাপনে তিনবাংলা মেমোরিয়াল ডে’তে নিউইয়র্কে ‘সোলজার্স মনুমেন্ট’-এ তিনবাংলা’র শ্রদ্ধা জ্ঞাপন


আমেরিকায় ১৫৪তম ‘মেমোরিয়াল ডে’ পালিত হলো ৩০ মে। প্রয়াত সাহসী সৈনিকদের সম্মানে নিবেদিত দিন এটি। ১৯৭৬-এ নিউইয়র্কে প্রতিষ্ঠিত হয় ‘সোলজার্স অ্যান্ড সেইলরস মনুমেন্ট’। হাডসন নদীর তীরে ওয়েস্ট ৮৯ স্ট্রিটের পার্কে এই স্মৃতিসৌধ। মেমোরিয়াল ডে’তে এখানেই চলে আনুষ্ঠানিক পুষ্পস্তবক অর্পণ। এবারে ‘তিনবাংলা’ সংগঠন বাঙালিদের পে প্রথম শ্রদ্ধা জানিয়েছে। 

তিনবাংলা’র গ্লোবাল সভাপতি কবি সালেম সুলেরী শ্রদ্ধাপর্বে নেতৃত্ব দেন। ‘গেস্ট অব অনার’ ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. চৌধুরী সারোয়ার হাসান। আয়োজনে সংপ্তি বক্তব্য রাখেন তিন কৃতবিদ্য সংগঠক। তিনবাংলা ইউএসএ’র প্রেসিডিয়াম সদস্য অধ্য আজিজুল হক। যুগ্ম সম্পাদক প্রকৌশলী সৈয়দ ফজলুর রহমান। ‘ড্রিম ফাউন্ডেশন’ সভাপতি আলী হোসেন প্রমুখ।

ডা. সারোয়ার হাসান আবেগপ্রবণ বক্তব্যে বলেন ‘মেমোরিয়ায়ল ডে’ উৎসবের দিন নয়। বিশ্বযুদ্ধ-গৃহযুদ্ধে নিহত সৈনিকদের প্রতি শোক প্রকাশই উদ্দেশ্য। এদিন ‘হ্যাপি মেমোরিয়াল ডে' বলাও অনৈতিক কাজ। তিনি বলেন, ৪৫ বছর আমেরিকায় আছি। কিন্তু নিউইয়র্কের এই স্মৃতিসৌধের কথা জানা ছিলো না। তিনবাংলা-প্রধান কবি সালেম সুলেরীকে এজন্যে বিশেষ ধন্যবাদ।

গেøাবাল সভাপতি সালেম সুলেরী বলেন, আমরা আজ ধন্য। আমেরিকায় বসবাসকারী বাঙালি হিসেবে নৈতিক দায়িত্ব পালনে ব্রতী হয়েছি। শ্রদ্ধা জানানোর মাধ্যমে ইতিহাসে বাঙালি কমিউনিটি সম্মানিত হলো।

সন্ধ্যায় ‘মেমোরিয়াল ডে’ বিষয়ে তিনবাংলা’র আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ইউএসএ কমিটির সভাপতি নার্গিস আহমেদ। প্রধান আলোচক ছিলেন প্রেসিডিয়াম সদস্য আজিজুল হক। আগামী বছর ঘটা করে ‘মেমোরিয়াল ডে’ পালনের সিদ্ধান্ত হয়। 

শেয়ার করুন