২৯ এপ্রিল ২০১২, সোমবার, ৬:৩৬:১৭ অপরাহ্ন


বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিউজার্সি উত্তর বিএনপির
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৬-০৯-২০২৩
বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিউজার্সি উত্তর বিএনপির নিউজার্সি বিএনপি নর্থের উদ্যোগে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন


গত ৩ সেপ্টেম্বর রোববার নিউজার্সির গেরেট মাউন্টেইনহিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিউজার্সি স্টেট (নর্থ) ইউএসএ বর্ণাঢ্য আয়োজন বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি যেন জাতীয়তাবাদী পরিবারের মিলনমেলায় পরিণত হয়। জাতীয়তাবাদী পরিবারের প্রায় পাঁচ শতাধিক সদস্য এতে অংশগ্রহণ করেন। সকাল ১১টায় বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করা হয়। সংগঠনের সভাপতি সৈয়দ জুবায়ের আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসেন পাঠান বাচ্ছুর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু।

এছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নিউজার্সি স্টেট সাউথের সভাপতি  সৈয়দ মোঃ কাউছার, নিউজার্সি বিএনপি প্রধান উপদেষ্টা আলাউর খন্দকার, নিউইয়র্ক যুবদলের সংগ্রামী নেতা মিজানুর রহমান মিজান, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক মোহাম্মদ মহসিন, যগ্ম আহবায়ক জয়নুল হক, সদস্য সচিব এ কে আজাদ খান, রিপন মিয়া, সেলিম আহমদ, আকাশ, ইসমাইল আহমেদসহ নিউজার্সি বিএনপির নেতৃবৃন্দ। দিনব্যাপী ছিল খেলা-ধুলা, চিত্রাঙ্কন ছোটদের জিয়াউর রহমান, ছিল ডাক্তার রেহানা রবের মেডিকেল টিমে চিকিৎসা সেবা, সকালের নাস্তা, মধ্যাহ্নভোজ, চা চক্র, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী।

প্রবাসী বাংলাদেশিদের উৎসবে মুখর ছিল ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী। বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী পরিবারের মিলন মেলা বিশ্ব অঙ্গনে ছড়িয়ে দিতে এ আয়োজন হতে পারে নতুন মেলবন্ধন। এই মিলন মেলাকে সামনে রেখে আমেরিকা প্রবাসী বাংলাদেশিরা চাকরি থেকে ছুটি নিয়ে অংশ নেন। আয়োজকরা বলেন, জাতীয়তাবাদী পরিবারের মিলন মেলার উদ্দেশ্য হলো- বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের যোগাযোগের সেতুবন্ধন রচিত করা।

জানা যায়, নিউজার্সি স্টেট (নর্থ) ইউএসএ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পরিবারের মিলনমেলায় বিভিন্ন কমিটি দায়িত্বে ছিলেন আহবায়ক মোহাম্মদ মহসিন, যুগ্ম আহবায়ক জয়নুল হক, সদস্য সচিব এ কে আজাদ খান। অভ্যর্থনা উপ কমিটিতে ছিলেন আহ্বায়ক অধ্যাপক জি এম চৌধুরী নিপন, সদস্য সচিব এনাম চৌধুরী, সদস্য  মিনহাজ আহমেদ, মোহাম্মদ খলিল, বাবুল মিয়া, নুরুল মুমিন চৌধুরী পাপলু, এবাদ চৌধুরী, তারেক খান, শামছুদ্দিন চৌধুরী অপু। অর্থ উপ কমিটিতে ছিলেন আহ্বায়ক মুজিবুল ইসলাম, সদস্য সচিব জাকিরুল চৌধুরী হিমেল, সদস্য- আব্দুল আউয়াল শিপার, খোকন মিয়া, মিটু মিয়া, আবুল খায়ের জুয়েল। আপ্যায়ন উপ কমিটিতে ছিলেন আহ্বায়ক কামরান হাদী, সৈয়দ খালিদ আলী, সদস্য কাজী ওয়াহিদুজ্জামান, জামাল হোসেন, মুক্তি আহমেদ লুৎফুর রহমান। খেলাধুলা উপ কমিটিতে ছিলেন আহবায়ক মাছুম চৌধুরী, সদস্য সচিব রুহেল হাসান, সদস্য নাসিরুজ্জামান পলাশ, জি এম চৌধুরী সুলেমান। প্রচার ও উপ কমিটিতে ছিলেন আহবায়ক বুরহান উদ্দিন বুলু, সদস্য সচিব জুয়েল আহমেদ, সদস্য আতিকুল ইসলাম শাহীন, রেজোয়ান আহমেদ, জাকারিয়া খান। সাংস্কৃতিক উপ কমিটিতে ছিলেন আহবায়ক ফরিদ পাঠান, সদস্য সচিব জুবের মতিন, সদস্য মুহিত হাসান, হেলাল খান, খোকন মিয়া শফি আহমেদ, রুহেল আহমেদ। র‍্যাফেল ড্র উপ-কমিটিতে ছিলেন আহবায়ক মাহবুবুর রহমান, সদস্য সচিব মঈন উদ্দিন ভুইয়া, সদস্য আব্দুল হালিম আনছারী, মাহবুবুল আম্বিয়া, মুজিবুর রহমান, আমিরুল ইসলাম।

সার্বিক সহযোগিতায় ছিলেন আলা উদ্দিন, তাজুল ইসলাম শাহীন, হাসনাত বখত নওসাদ, আব্দুল করিম পরান, সৈয়দ খুবায়েব আলী, লুকমান হোসেন, আব্দুল মতিন, তাজ উদ্দিন, জাবেদ হোসেন, সুলতান কে তুহেল, জাহাঙ্গির আলম, আব্দুল মুক্তাদির, কুতুব উদ্দিন, আলমগীর কবির শামিম, ফাহাদুল, সাইফুল ইসলাম, রুমা বেগম, মিরাজ আমিন, ফজলুর রহমান, আখতার হোসেন, রানা চৌধুরী, আব্দুর রাজ্জাক, আব্দুল তাহিদ ফল ইসলাম, রাহাত, প্রধান উপদেষ্টা আলাউর খন্দকার, উপদেষ্টা সদস্য গোলাম রব্বানী চৌধুরী শাহীন, আবুল হোসেন সুরমান, মিয়া মোঃ আনহার, মাস্টার সমির উদ্দিন, মোহাম্মদ ইউনুস, মৌসুফ চৌধুরী, হারুন আহমেদ চৌধুরী, আকমল হোসেন শুভ, জাকির হোসেন প্রমুখ।

শেয়ার করুন