২৬ এপ্রিল ২০১২, শুক্রবার, ০৬:২৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :


জ্যাকসন হাইটসে ফার্স্ট এইড হোম কেয়ারের উদ্বোধন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০-১০-২০২২
জ্যাকসন হাইটসে ফার্স্ট এইড হোম কেয়ারের উদ্বোধন ফার্স্ট এইড হোম কেয়ারের উদ্বোধনীতে মালিকবৃন্দ


বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ফার্স্ট এইড হোম কেয়ার। বাংলাদেশি কমিউনিটিকে উত্তম সেবা প্রদানের লক্ষ্যেই ফার্স্ট এইড হোম কেয়ারের যাত্রা। ফার্স্ট এইড হোম কেয়ারের উদ্বোধনীতে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দোয়া মাহফিলটি গত ১৪ অক্টোবর বিকেলে অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মওলানা কাজী কাইয়্যুম। ফার্স্ট এইড হোম কেয়ারের মাধ্যমে প্রশিক্ষণ ছাড়াই ঘরে বসে বাবা-মা শ্বশুর-শাশুড়ি এবং আত্মীয় স্বজনদের সেবা দানের মাধ্যমে অর্থ উপার্জন করা সম্ভব। তারা জানান, ফার্স্ট এইড হোম কেয়ার সর্বোচ্চ পারিশ্রমিক এবং সেবা দানের প্রতিশ্রুতি দিচ্ছে। অন্য যে কোন হোম কেয়ারের চেয়ে আমরা সর্বোচ্চ পারিশ্রমিক প্রদান করবো। আমরা কথায় নয় কাজে বিশ্বাসী। যে কেউ কল করে এটা প্রমাণ করতে পারেন। তারা বলেন, আমরা মূল লক্ষ্য ব্যববসা নয়, বাংলাদেশি কমিউনিটির সেবা করা। এ ছাড়াও এখানে সিডিপ্যাপ, এইচএইচএ/পিসিএ ও স্কিল নাসিং।

উদ্বোধনী দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ফার্স্ট হোম কেয়ারের স্বত্বাধিকারী নায়ক হেলাল খান, শাহ জে চৌধুরী, ফাহাদ সোলায়মান, বাবু খান, আতিকুল হক জাকির, রিজু মোহাম্মদ ও রোকন হাকিম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী রিজিয়া পারভীন, জেবিবিএ’র প্রেসিডেন্ট হারুণ ভুইয়া, সহ-সভাপতি মোহাম্মদ আলম নমি, জ্যাকসন হাইটস ফ্রেন্ডস সোসাইটির প্রেসিডেন্ট লিটু চৌধুরী, কমিউনিটি অ্যাকটিভিস্ট মঈনুজ্জামান চৌধুরী, সাংবাদিক আকবর হায়দার কিরণ, শফি মিয়া প্রমুখ।

শেয়ার করুন