৩০ এপ্রিল ২০১২, মঙ্গলবার, ০৪:৩১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে এবার বন্দুকধারীর গুলিতে তিন আইনশৃংলাবাহিনীর সদস্য নিহত ‘বিশেষ চাহিদা সম্পন্নদের প্রতিভা বিকাশে কোন ধরনের প্রতিবন্ধকতা রাখা যাবে না’ সরকার ও বেসরকারি উদ্যোগে দরিদ্রমুক্ত দেশ গড়ে উঠবে - আসাদুজ্জামান খান কামাল ৭০ শতাংশ মৃত্যু অসংক্রামক রোগে, বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবি ‘বিদেশে দেশবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে স্থানীয় আইনে ব্যবস্থা নিন’ ভূল স্বীকার করে সরে দাড়ানোয় একজনের বহিস্কারাদেশ প্রত্যাহার বাফেলোতে সন্ত্রাসীদের গুলিতে দুই বাংলাদেশী নিহত ‘শেরে বাংলা আপাদমস্তক একজন পারফেক্ট বাঙালি ছিলেন’ বিএনপির বহিস্কৃতদের জন্য সুখবর! মে দিবসে নয়পল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ


বাইডেনের পুত্র বলেছেন তাদের ব্যবসায় প্রেসিডেন্ট জড়িত নন
শিতাংশু গুহ
  • আপডেট করা হয়েছে : ০৬-০৩-২০২৪
বাইডেনের পুত্র বলেছেন তাদের ব্যবসায় প্রেসিডেন্ট জড়িত নন হান্টার বাইডেন


মিশিগানে ট্রাম্প বিরাট ব্যবধানে নিকি হ্যালিকে হারিয়েছেন। ট্রাম্প ৬৮.১ শতাংশ, হ্যালি ২৬.৬ শতাংশ, এ পর্যন্ত এটাই সর্বোচ্চ ব্যবধান। ডেলিগেট বণ্টন হয়েছে ১৬টি, ট্রাম্প পেয়েছেন ১২, নিকি ৪। বাকি ৩৯টি ডেলিগেট বণ্টন হবে মিশিগান ককাসে। ডেমোক্র্যাট প্রাইমারিতে বাইডেন জিতেছেন, তবে ১৩ শতাংশ ভোটার ‘অঙ্গীকারাবদ্ধ নই’ বক্সে ভোট দিয়েছেন। এরা গাজায় যুদ্ধ বন্ধে ব্যর্থতার জন্য বাইডেনের বিরুদ্ধে। মিশিগানে আবারও মুসলমান ভোটার বাইডেনকে ভোট দেননি। বাইডেনের প্রতিদ্বন্দ্বী মিনেসোটার কংগ্রেসম্যান ডিন ফিলিপস এবং মারিয়ানা উইলিয়ামসন প্রত্যেকে ৩ শতাংশ ভোট পেয়েছেন, যদিও মারিয়ানা ইতিমধ্যে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। 

এর আগে শনিবার ২৪ ফেব্রুয়ারি সাউথ ক্যারোলিনায় রিপাবলিকান প্রাইমারি ভোটে ট্রাম্প বিপুলভাবে জিতেছেন। ট্রাম্প ৫৯.৮ শতাংশ, হ্যালি ৩৯.৫ শতাংশ ভোট পেয়েছেন। ট্রাম্প ৪৭টি ডেলিগেট, হ্যালি ৩টি ডেলিগেট পেয়েছেন। এ স্টেটে বাইডেন আগেই জিতে সবকটি ডেলিগেট (৫৫টি) পেয়েছেন। মিশিগানে রিপাবলিকান দলীয় কনভেনশন শনিবার ২ মার্চ। নিকি বলেছেন, মার্কিন জনগণ ট্রাম্প বা বাইডেন কাউকেই চায় না, তাই তিনি রেসে আছেন। 

নিউইয়র্কে ২৫ মার্চ ট্রাম্পের প্রথম ফৌজদারি মামলা শুরু হচ্ছে। এ মামলায় ট্রাম্প দোষীসাব্যস্ত হলে ট্রাম্পের ভোটাররা কি সরে দাঁড়াবে? সাউথ ক্যারোলিনায় ৯০ শতাংশ ট্রাম্প ভোটার এক্সিট পোলে বলেছেন, দোষী হলেও তারা ট্রাম্পকেই ভোট দেবেন। নিউইয়র্কে ব্যবসায় অনিয়মের জন্যে ট্রাম্পের ৪৫৪ মিলিয়ন ডলার জরিমানা দেওয়ার সময়সীমা পিছিয়ে দেওয়ার একটি আবেদন বিচারক নাকচ করে দিয়েছেন, তবে ট্রাম্পের দুই পুত্রকে ব্যবসা দেখাশোনার সুযোগ দিয়েছেন। ট্রাম্পের আইনজীবী বলেছেন, এতো বিশাল জরিমানা গুনতে ট্রাম্পকে সম্পত্তি বিক্রি করতে হবে। নিউইয়র্ক অ্যাটর্নি জেনারেল লেটিসা জেমস বলেছেন, ফাইন না দিলে সম্পত্তি ক্রোক করা হবে! 

হান্টার বাইডেন কংগ্রেসে রুদ্ধদ্বার কক্ষে সাক্ষী দিয়েছেন, তিনি বলেছেন, তার পিতা প্রেসিডেন্ট বাইডেন কখনোই তার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন না। রিপাবলিকানদের অভিযোগকে মিথ্যা বলে দাবি করে প্রেসিডেন্ট পুত্র প্রেসিডেন্টের বিরুদ্ধে ‘অভিশংসন’ প্রক্রিয়াকে রাজনৈতিক চাল বলে মন্তব্য করেন। এর আগে প্রেসিডেন্টের ভাই জেমস বাইডেন বলেছেন, জো বাইডেন কখনোই তার ব্যবসায় জড়িত ছিলেন না। সিনেটে রিপাবলিকান নেতা কেন্টাকির সিনেটর মিচ ম্যাকনেল, ৮২ নভেম্বরে দলীয় নেতৃত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন, তবে টার্ম শেষ না হওয়া পর্যন্ত (২০২৭) তিনি সিনেটে থাকবেন। রাজনৈতিক মহল বলছেন, শুধু বয়স নয়, ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক ভালো নয়, সেটিও একটি কারণ। 

ট্রাম্প ওভাল অফিসে থাকাকালে তার কর্মকা-ের জন্যে ফৌজদারি আইনে বিচার হতে পারে কি না মার্কিন সুপ্রিম কোর্ট সেই আর্জি শুনতে রাজি হয়েছেন। দিন ধার্য হয়েছে ২২ এপ্রিল ২০২৪। ট্রাম্পের অ্যাটর্নিরা বলছেন, যেহেতু প্রেসিডেন্ট থাকাকালে কর্মকাণ্ডের জন্যে সিভিল মামলা হতে পারে না, সেহেতু ফৌজদারি মামলাও হতে পারে না। ইতিপূর্বে ফেডারেল আপিল কোর্ট এ যুক্তি খণ্ডন করে বলেছে, সাবেক প্রেসিডেন্টের বিচার হতে পারে। ট্রাম্প মুখ্যত সময় নিচ্ছেন এবং এক্ষেত্রে তিনি কিছুটা সফল। ট্রাম্পের অ্যাটর্নিরা পুনরায় ফ্লোরিডা ক্লাসিফাইড ডকুমেন্ট মামলা খারিজের আবেদন করেছেন। 

নিকি হ্যালি বলেছেন, তিনি বিশ্বাস করেন না যে, ট্রাম্প নভেম্বরে বাইডেনকে হারাতে পারবেন, তাই তিনি প্রাইমারিতে থাকছেন যাতে ভোটারদের একটি পছন্দ থাকে। নিকির ক্ষীণ আশা যে, ট্রাম্প যদি কোনো কারণে নির্বাচন করতে না পারেন, তাহলে তিনি প্রার্থী হচ্ছেন। এজন্য হয়তো তিনি স্ট্র্যাটেজি নিয়েছেন যে, ট্রাম্পকে দলীয় মনোনয়ন পাওয়ার ম্যাজিক নম্বর ১ হাজার ২১৫টি ডেলিগেট পেতে যতোটা সম্ভব দেরি করানো যায়। ট্রাম্প ক্যাম্পেইনে অবশ্য বলছে, মার্চের মধ্যেই ট্রাম্প দলীয় মনোনয়ন নিশ্চিত করবেন। 

guhasb@gmail.com

শেয়ার করুন