২৯ এপ্রিল ২০১২, সোমবার, ১১:২৬:১৬ পূর্বাহ্ন


কুমিল্লায় খালেদা জিয়ার স্থায়ী জামিন একই দিনে ড. ইউনুসের সব মামলা প্রত্যাহার
কাকতালীয় কী?
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৫-০৫-২০২২
কাকতালীয় কী?


কাকতালীয় ঘটনা কী? ডেটলাইন সোমবার, ২৩ মে ২০২২। একই দিন কুমিল্লায় বাসে আগুন দেয়ার মামলায় স্থায়ী জামিন পেলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এছাড়াও এ দিনে আলোচিত আরেক ব্যাক্তিত্ব শান্তিতে নবেল বিজয়ী ড. মুহাম্মাদ ইউনুসের বিরুদ্ধে গ্রামীন টেলিকমের কর্মচারিদের করা ১৭৬টি মামলার সব কটিই প্রত্যাহার করে নেয়া হয়েছে। উপরেল্লিখত দু’জন সম্পর্কে পদ্মাসেতুর সমালোচনা ও বিরোধীতার অভিযোগে এক মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে সমালোচনা। এরপরই ঘটলো এ ঘটনা। এর সঙ্গে কোনো যোগসূত্র আছে কি-না সেটা ঠাহর করা না গেলেও দু’জনের জন্যই এদিন একটা স্বস্থিজনক। আবার বিদেশী চাপেও এমনটা হতে পারে অনেকেই মন্তব্য করেছেন।

বিগত ৭ বছর আগে কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে প্রেট্রল বোমা মেরে হত্যার মামলা হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে। বিশেষ ক্ষমতা আইনে করা এ মামলায় খালেদা জিয়া আগে অন্তবর্তীকালীন জামিনে ছিলেন।বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাই কোর্ট বেঞ্চ গত ২৩ মে সোমবার তার জামিন প্রশ্নে রুল নিষ্পত্তি করে স্থায়ী জামিনের আদেশ দেয়।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি বিএনপি জোটের ডাকা অবরোধ চলাকালে কুমিল্লার চৌদ্দগ্রামে আইকন পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা ছোড়া হয়। এতে আগুনে পুড়ে মারা যান আট যাত্রী। আহত হন আরও ২৭ জন। ওই ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন। পরে পুলিশের আবেদনে বিস্ফোরক আইনের মামলাটি বিশেষ ক্ষমতা আইনের মামলায় রূপান্তরিত হয়। মামলা দায়েরের পর দুই বছর এক মাস তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেন চৌদ্দগ্রাম থানার এসআই মো. ইব্রাহিম।

মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসমি করা হয়। উভয় মামলায় তাকে পরে গ্রেপ্তার দেখানো হয়। আবেদনে ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি কুমিল্লার ওই আদালত খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করে। এরপর একই বছরের ২৭ ফেব্রুয়ারি জামিন চেয়ে হাই কোর্টে আবেদন করেছিলেন খালেদা জিয়া। পরে ওই বছরের ৬ মার্চ এ মামলায় তাকে রুলসহ ছয় মাসের জামিন দেয় হাই কোর্ট। পরবর্তীতে খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানো হয়। এবার এই মামলার স্থায়ী জামিন পেলেন বেগম খালেদা জিয়া। 


ড.মুহাম্মাদ ইউনুস 

দীর্ঘদিন থেকে পরিচালিত হওয়া মামলায় আদালতের বাইরে দুই পক্ষের সমঝোতায় শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মাদ ইউনুসের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করে নিয়েছেন গ্রামীন টেলিকমের কর্মকর্তা কর্মচারিরা। গ্রামীন ফোন থেকে প্রাপ্ত লাভ্যাংশের অর্থ প্রদানের দাবি নিয়ে করা ১১০ টি মামলার সব কটিই সমঝোতার পর আদালতে থেকে প্রত্যাহার করে নেয়া হয় মামলা। এ ১১০ মামলার ১০৪ টি ছিল শ্রম আদালতে বাকি ৬টি হয় উচ্চ আদালতে। 

গ্রামীণ টেলিকমের অবসায়ন চেয়ে কর্মকর্তা-কর্মচারিদের করা অবসায়ন আবেদন না চালানোর কথা হাইকোর্টের কোম্পানি বেঞ্চে জানানোর পরিপ্রেক্ষিতে সোমবার তা খারিজ হয়। এ ছাড়া অপর একটি দ্বৈত বেঞ্চে থাকা পৃথক পাঁচটি আবেদনও খারিজ হয়।

উল্লেখ্য, ২০১০ সাল থেকে এখন পর্যন্ত ১৭৬ জন কর্মকর্তা-কর্মচারির সর্বমোট পাওনা টাকার পরিমাণ আনুমানিক ৪৩৭ কোটি টাকা। এ অনুযায়ী মামলাগুলো না চালানোর কথা আদালতে বলা হয়। উভয় পক্ষের উপস্থিতিতে সব মামলা প্রত্যাহার করে নেয়া হয়েছে। 


শেয়ার করুন