২৮ এপ্রিল ২০১২, রবিবার, ০৯:১৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :


৬০ রাউন্ড গুলিতে কৃষ্ণাঙ্গ হত্যা, আবার উত্তাল যুক্তরাষ্ট্র
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৯-০৭-২০২২
৬০ রাউন্ড গুলিতে কৃষ্ণাঙ্গ হত্যা, আবার উত্তাল যুক্তরাষ্ট্র


যুক্তরাষ্ট্রে পুলিশ ৬০টি গুলি করে একজন কৃষ্ণাঙ্গকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আবার উত্তাল হয়ে উঠেছে উত্তর আমেরিকার দেশটি। গত ২৭ জুন ওহাইও অঙ্গরাজ্যের অ্যাক্রন এলাকায় জেল্যান্ড ওয়াকার নামের ওই কৃষ্ণাঙ্গকে হত্যা করা হয়। গত ৩ জুন রবিবার এ ঘটনার ভিডিও প্রকাশ করে পুলিশ।

ভিডিওটি প্রকাশের পর থেকে বিক্ষোভ শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। অ্যাক্রনের মেয়র ডেনিয়েল হরিগ্যান সেখানকার বাসিন্দাদের বিক্ষোভ না করার আহ্বান জানিয়ে বলেন, যে ভিডিও প্রকাশ করা হয়েছে, সেটি হৃদয়বিদারক। এ ঘটনা মেনে নেওয়ার মতো নয়। জেল্যান্ডের পরিবারের আইনজীবী ডেরিক জনসন অভিযোগ করেন, মাটিতে লুটিয়ে পড়ার পরও পুলিশ তাকে গুলি করতে থাকেন।

গুলির ঘটনা সম্পর্কে পুলিশ জানায়, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে জেল্যান্ডকে থামানোর চেষ্টা করেছিল পুলিশ। কিন্তু জেল্যান্ড গাড়ি রেখে পালানোর চেষ্টা করেন। জেল্যান্ড আগে গুলি চালিয়েছেন। এরপর পুলিশ কর্মকর্তারা ভয় পেয়ে যান। বিভিন্ন মিডিয়ার সংবাদে বলা হয়, জেল্যান্ডের কাছে কোনো পিস্তল ছিল না। ২৫ বছর বয়সী ওই কৃষ্ণাঙ্গের গাড়িতে পিস্তল ছিল। হত্যার পর তার গাড়ি থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।

পুলিশের বডি ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা গেছে, মাস্ক পরা এক ব্যক্তি গাড়ি থেকে বের হয়ে একটি কার পার্কিংয়ের দিকে দৌড়াতে শুরু করেন। এরপর ১০ সেকেন্ডের মতো তাকে তাড়া করে পুলিশ । এক পুলিশ কর্মকর্তা শুরুতে স্টেনগান ব্যবহারের চেষ্টা করে ব্যর্থ হন।

জেল্যান্ড হত্যার পূর্ণাঙ্গ, নিরপেক্ষ ও বিশেষজ্ঞের মাধ্যমে তদন্তের প্রতিশ্রæতি দিয়েছেন ওহাইওর অ্যাটর্নি জেনারেল ডেভ ইয়স্ট। তিনি জানান, এর তদন্ত করবে ওহাইও ব্যুরো অব ক্রিমিনাল ইনভেস্টিগেশন।

জেল্যান্ড হত্যায় জড়িত সন্দেহে আট পুলিশ কর্মকর্তাকে ছুটি দেয়া হয়েছে। তাদের মধ্যে সাতজন শ্বেতাঙ্গ ও একজন কৃষ্ণাঙ্গ।

শেয়ার করুন