০৮ ডিসেম্বর ২০২৫, সোমবার, ০২:১৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপের ড্র অনুষ্টিত , সহজ গ্রুপে ব্রাজিল - যুক্তরাষ্ট্র ডি গ্রুপে স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া


তারেকের সাথে বৈঠক ৯ জুলাই দুপুরে
যুক্তরাষ্ট্র বিএনপির ৩৬ নেতা লন্ডন যাচ্ছেন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৫-০৭-২০২৩
যুক্তরাষ্ট্র বিএনপির ৩৬ নেতা লন্ডন যাচ্ছেন


বলা যায়, ভাগ্য খুলেছে যুক্তরাষ্ট্র বিএনপির ৩৬ নেতার। যারা বিএনপি করেন তাদের প্রত্যাশা থাকে দলের চেয়ারপারসনের সাথে দেখা করার। অনেকে সেই সুযোগ পান, আবার অনেকের ভাগ্যে সেটা জোটে না। সেই দিক থেকে বিচার করলে যুক্তরাষ্ট্র বিএনপির ৩৬ নেতার ভাগ্য খুলেছে। তাদের ডাক দিয়েছেন বর্তমানে লন্ডনে অবস্থানকারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে যুক্তরাষ্ট্র বিএনপির ৬ নেতা লন্ডন গিয়েছিলেন। তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করেছিলেন। সেই বৈঠকের পরপরই যুক্তরাষ্ট্র বিএনপির তিন নেতাকে বিএনপির জাতীয় কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়। যাদের বিএনপির জাতীয় কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে তারা হলেন-যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ এবং স্বাধীনতা সুবর্ণজয়ন্তী কমিটির সদস্য সচিব মিজানুর রহমান মিল্টন ভুইয়া। ওই সফরে আরো ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ বাবর উদ্দিন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম ভূইয়া এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোাশাররফ হোসেন সবুজ।

এবার নতুন করে ডাক পেলেন যুক্তরাষ্ট্র বিএনপির ৩৬ নেতা।  এই নেতা হলেন, সদস্য ঘোষিত যুক্তরাষ্ট্র বিএনপির স্টেট কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকরা। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ১৮টি কমিটি ঘোষণা করা হয়। সেই ১৮টি কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকরা যাচ্ছেন। যার মধ্যে রয়েছেন নিউইয়র্ক স্টেট বিএনপির আহ্বায়ক মাওলানা অলি উল্যাহ আতিকুর রহমান, সদস্য সচিব সাঈদুর রহমান সাঈদ, নিউইয়র্ক মহানগর দক্ষিণের আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম রেজা, সদস্য সচিব মোহাম্মদ বদিউল আলম, নিউইয়র্ক মহানগর উত্তরের আহ্বায়ক আহবাব চৌধুরী খোকন, সদস্য সচিব ফয়েজ চৌধুরী, টেক্সাস বিএনপির সভাপতি সাইদুল হক সাইদ, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, ফ্লোরিডা বিএনপির সভাপতি এমরামুল হক চাকলাদার, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম শিপলু, সাধারণ সম্পাদক ওহিদুর রহমান, ওয়াশিংটন বিএনপির সভাপতি হাফেজ খান সোহায়েল, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, ভার্জিনিয়া বিএনপির সভাপতি মোহাম্মদ জহির, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, মেরিল্যান্ড বিএনপির সভাপতি শাহীদ খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ কাজল, জর্জিয়া বিএনপির সভাপতি নাহিদ খান, সাধারণ সম্পাদক মামুন শরিফ, বোস্টন বিএনপির সভাপতি বদরে আলম সাইফুল, সাধারণ সম্পাদক আলী হায়দার মনসুর, মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, কানেকটিকাট বিএনপির সভাপতি তৌফিকুল আম্বিয়া, সাধারণ সম্পাদক হেমাছেু হোসেন হিমু, নিউজার্সি (উত্তর) সভাপতি সৈয়দ জুবায়ের আলী, সাধারণ সম্পাদক বাচ্চু পাঠান, নিউজার্সি দক্ষিণের সভাপতি মোহাম্মদ কাওসার শাহীন, সাধারণ সম্পাদক রহিম বাবুল, পেনসিলভানিয়া বিএনপির সভাপতি শাহ ফরিদ, সাধারণ সম্পাদক নূর উদ্দিন নাহিদ, ওয়াইহো বিএনপির সভাপতি হাসিবুর রহমান, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টু এবং ডেইজি নার্গিস।

জানা গেছে, যুক্তরাষ্ট্র বিএনপির এসব নেতা ইতিমধ্যেই টিকেট কেটেছেন। তারা আগামী ৬ জুলাই থেকে যাত্রা শুরু করবেন। তবে ব্যক্তিগত কারণে চার জন নেতা না-ও যেতে পারেন। জানা গেছে, তাদের সাথে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক আগামী ৯ জুলাই দুপুরে। তারেক রহমানের সাথে বৈঠক শেষে তারা যুক্তরাষ্ট্রে ফিরে আসবেন।

শেয়ার করুন