টেক্সাসের গভর্নর রিপাবলিকান গ্রেগ অ্যাবট গত ৮ আগস্ট বৃহস্পতিবার এক নির্বাহী আদেশে টেক্সাসের পাবলিক হাসপাতালগুলিকে রোগীদের ইমিগ্রেশন স্ট্যাটাস জানাতে হবে।
নির্বাহী আদেশ জি এ ৪৬ অনুসারে, টেক্সাস স্টেস্টের স্বাস্থ্য ও মানবসেবা কমিশন স্টেটের সব পাবলিক হাসপাতালে রোগী এবং জরুরি চিকিৎসাসেবা গ্রহণকারী অবৈধ অভিবাসীদের তথ্য সংগ্রহ করবে এবং স্বাস্থ্যসেবা ব্যয়ের পরিমাণ রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে স্টেট কত টাকা অবৈধ অভিবাসীদের চিকিৎসার জন্য খরচ করেছে, তা নির্ধারণ করা যাবে এবং এ বিল বাইডেন প্রশাসনের কাছে পাঠানো হবে বলে তিনি আদেশে বলেন। গভর্নর অ্যাবটের মতে, তিনি বিশ্বাস করেন বাইডেন প্রশাসনের খোলা সীমান্ত নীতির কারণে দক্ষিণের সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশকারী অবৈধ অভিবাসীদের ঢল নেমেছে।
অ্যাবট এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের খোলা সীমান্ত নীতির কারণে টেক্সাস স্টেটে অবৈধভাবে বসবাসকারী ব্যক্তিদের চিকিৎসা খরচ বহন করতে হচ্ছে। তিনি বলেন, টেক্সাসে অবৈধ অভিবাসীদের চিকিৎসার জন্য আর্থিকভাবে সহায়তার বোঝা বহন করা উচিত নয়। তিনি আরো বলেন, এ কারণেই আমি টেক্সাস স্বাস্থ্য ও মানবসেবা কমিশনকে আমাদের রাজ্যে অবৈধ অভিবাসীদের জন্য চিকিৎসা ব্যয়ের তথ্য সংগ্রহ ও রিপোর্ট করার একটি নির্বাহী আদেশ জারি করেছি। টেক্সাস বাইডেন-হ্যারিস প্রশাসনকে তাদের খোলা সীমান্ত নীতির জন্য দায়বদ্ধ করবে এবং আমরা লড়াই করবো, যাতে তারা টেক্সাসের জন্য তাদের ব্যয়বহুল এবং বিপজ্জনক নীতির জন্য মূল্য প্রদান করে। তবে এ আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, হাসপাতালগুলোকে রোগীদের জানাতে হবে যে, ফেডারেল আইন অনুযায়ী, তাদের অভিবাসন স্থিতি সম্পর্কে প্রশ্নের উত্তর দেওয়া বা না দেওয়া তাদের প্রাপ্ত চিকিৎসাসেবায় কোনো প্রভাব ফেলবে না।
নতুন নিয়মটি ১ নভেম্বর থেকে কার্যকর হবে। হাসপাতালগুলোকে প্রতি তিন মাসে একবার করে তথ্য জমা দিতে হবে। প্রথম রিপোর্ট জমা দিতে হবে ১ মার্চ। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে প্রতি বছরের খরচ সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন গভর্নর, লেফটেন্যান্ট গভর্নর এবং রাজ্যের স্পিকারকে জমা দিতে হবে। আদেশে আরো বলা হয়েছে যে, হাসপাতালগুলোকে রোগীদের জানাতে হবে যে ফেডারেল আইন অনুসারে, তাদের অভিবাসনের স্থিতি সম্পর্কে প্রশ্নের উত্তর তাদের চিকিৎসাসেবার ওপর কোনো প্রভাব ফেলবে না।
লিগ অব ইউনাইটেড ল্যাটিন আমেরিকান সিটিজেনস (লুলাক) এ নির্বাহী আদেশের সমালোচনা করে একে রাজনৈতিক বক্তব্য বলে উল্লেখ করেছে। লুলাকের টেক্সাসের স্টেট পরিচালক গ্যাব্রিয়েল রোসালেস বলেন, এটি বেশ অস্পষ্ট। এটা যেন ‘আসুন শুধু তথ্য সংগ্রহ করি’ এ রকম। কিন্তু আপনি এ তথ্য দিয়ে কী করবেন?
গ্যাব্রিয়েল রোসালেস আরো উল্লেখ করেন যে, এ নির্বাহী আদেশটি কিছু অভিবাসীকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ থেকে বিরত রাখবে। এটি একটি অপ্রয়োজনীয় ভয় সৃষ্টি করবে। তাদের নাগরিকত্বের জন্য একটি পথ তৈরি করা প্রয়োজন। এ ঘটনা এমন একটি সময়ে এসেছে যখন টেক্সাস এবং অন্যান্য স্থানের রাজনীতিবিদরা বাইডেন প্রশাসনকে মার্কিন-মেক্সিকো সীমান্তের সংকট মোকাবিলায় আরো কিছু করার আহ্বান জানাচ্ছেন। গ্রেটার হিউস্টন লুলাকের প্রেসিডেন্ট সার্জিও লিরা বলেন, অবৈধ অভিবাসীরা জাতীয়ভাবে এ দেশে ২৬.২ বিলিয়ন ডলার অবদান রাখেন। তারা স্টেট ও সিটি করের জন্য ২.৬ বিলিয়ন ডলার প্রদান করেন।