২৯ এপ্রিল ২০১২, সোমবার, ১১:৩৬:০৮ পূর্বাহ্ন


ডিবি বলছে আদালতে তোলা হবে
মির্জা ফখরুল ও মির্জা আব্বাস গ্রেফতার : ডিবি
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৯-১২-২০২২
মির্জা ফখরুল  ও  মির্জা আব্বাস গ্রেফতার : ডিবি


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে ৭ ডিসেম্বর  বুধবার রাজধানীর নয়াপল্টনে পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগে গতকাল পল্টন থানায় করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আজকেই তাঁদের আদালতে পাঠানো হবে।

আজ শুক্রবার দুপুর তিনটায় দ্বিতীয় দফা সাংবাদিকদের সম্মুখে এসে এ সিদ্ধান্তের কথা জানান ডিবি প্রধান মোহাম্মাদ হারুন অর রশীদ।  এর আগে শুক্রবার বেলা ১২ টার কাছাকাছি সময়ে সাংবাদিকদের ডিবি কার্যালয়ের সামনে এসে বলেছিলেন বিএনপির ওই দুই নেতাকে আনা (ডিবি কার্যালয়ে) হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

ডিবি প্রধান এ সময় বলেন, ডিবি প্রধান বলেন, ওই দিনের সংঘর্ষে পুলিশ সদস্য আহত হয়েছেন। এবং এছাড়া জানমালের অনেক ক্ষতি হয়েছে। 


শেয়ার করুন