২৬ এপ্রিল ২০১২, শুক্রবার, ০৬:০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :


প্রধানমন্ত্রী আসছেন ২৮ এপ্রিল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৫-০৪-২০২৩
প্রধানমন্ত্রী আসছেন ২৮ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা


বিশ্বব্যাংকের আমন্ত্রণে প্রধানমন্ত্রী আগামী ২৮ এপ্রিল ওয়াশিংটন আসছেন। মাত্র এক সপ্তাহের সফর শেষে তিনি ৪ মে লন্ডনের উদ্দেশ্যে ওয়াশিংটন ত্যাগ করবেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান দেশ পত্রিকাকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৬ এপ্রিল বাংলাদেশ থেকে জাপান যাবেন। সেখানে ২৮ এপ্রিল অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠান শেষে তিনি বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ২৮ এপ্রিল বিকেল ৩টা ৩০ মিনিটে ওয়াশিংটনের ডুলাস আন্তর্জাতিক এয়ারপোর্টে অবতরণ করবেন। সেখানে তাকে অভ্যর্থনা জানাবের ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। এই এয়ারপোর্টে তাকে ফুলেল অভ্যর্থনা জানাবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এবং ওয়াশিংটন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ড. সিদ্দিকুর রহমান আরো জানান, বিশ্বব্যাংক ১ মে ওয়াশিংটন ডিসিতে ৫০ বছর বাংলাদেশের সঙ্গে অংশিদারীত্বের উদযাপন করবে। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগদান করবেন। এ ছাড়াও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওয়াশিংটনের রির্জড ক্লাটন হোটেলে নাগরিক সংবর্ধনার আয়োজন করবে। তবে এখনো সংবর্ধনার তারিখ এবং সময় চূড়ান্ত করা হয়নি। আরেক প্রশ্নের জবাবে ড. সিদ্দিকুর রহমান জানান, আমি যতদূর জানি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাংকের আমন্ত্রণে ওয়াশিংটন আসছেন। এ ছাড়া তার অন্য কোন কর্মসূচি আছে কি না আমার জানা নেই। তবে আমেরিকান ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠকের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ১০ মে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ্যান্থনী ব্লিনকেটের বৈঠক রয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর আসার কথা রয়েছে। অন্য আরেকটি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাইডেন প্রশাসনের বৈঠকের সম্ভাবনা রয়েছে। ওয়াশিংটনের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী আগামী ৪ মে লন্ডনের উদ্দেশ্যে ওয়াশিংটন ত্যাগ করবেন। লন্ডনে ৫ মে তিনি একটি অনুষ্ঠানে যোগদান শেষে ঢাকার উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করবেন।

শেয়ার করুন