২৯ এপ্রিল ২০১২, সোমবার, ০৮:৩৫:০৭ পূর্বাহ্ন


সভাপতি হারুন, সম্পাদক মাসুদ
অ্যাটাবের নতুন কমিটি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৭-১২-২০২৩
অ্যাটাবের নতুন কমিটি অ্যাটাবের সভায় নেতৃবৃন্দ


আমেরিকান ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইন্ক-অ্যাটাবের দুই বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ২০ ডিসেম্বর নিউইয়র্কে জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত এক সাধারণ সভায় ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। নির্বাচনের মাধ্যমে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন কর্ণফুলী ট্রাভেলসের স্বত্বাধিকারী মোহাম্মদ সেলিম হারুন এবং সিলেকশনের মাধ্যমে সাধারণ সম্পাদক হয়েছেন স্কাইল্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী মাসুদ মোরশেদ।

এই সাধারণ সভায় সংগঠনের ৩৩ জন সদস্য অংশ নিয়ে ভোটাধিকার প্রয়োগ এবং মতামত ব্যক্ত করেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন মেঘনা ট্রাভেলসের স্বত্বাধিকারী মো. এম রহমান, নির্বাচন কমিশনার ছিলেন ইউনিভার্সেল ট্রাভেলসের স্বত্বাধিকারী কে এম রেজওয়ান এবং বাংলাদেশ ট্রাভেলসের স্বত্বাধিকারী জাফর ফেরদৌস।সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও রহমানিয়া ট্রাভেলসের স্বত্বাধিকারী মোহাম্মদ কে. রহমান (মাহমুদ)। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাবিলা এয়ার ট্রাভেলসের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদ। মঞ্চে আরো উপবিষ্ট ছিলেন সংগঠনের বিদায়ী সাধারণ সম্পাদক কর্ণফুলী ট্রাভেলসের স্বত্বাধিকারী মোহাম্মদ সেলিম হারুন।

২০২৪-২০২৫ সালের পূর্ণাঙ্গ কার্যকরি কমিটি : সভাপতি কর্ণফুলী ট্রাভেলসের স্বত্বাধিকারী মোহাম্মদ সেলিম হারুন, সহ-সভাপতি রহমানিয়া ট্রাভেলসের স্বত্বাধিকারী মোহাম্মদ কে রহমান (মাহমুদ), সাধারণ সম্পাদক স্কাইল্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী মাসুদ মোরশেদ, কোষাধ্যক্ষ ওয়ার্ল্ড ট্যুর অ্যান্ড ট্রাভেল্সের স্বত্বাধিকারী সামসুদ্দিন বশির, যুগ্ম-সাধারণ সম্পাদক নাবিলা এয়ার ট্রাভেলসের স্বত্বাধিকারী মো.এ কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক এ্যাংকর ট্রাভেলসের স্বত্বাধিকারী এএসএম উদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এসএস ট্রাভেলস’র স্বত্বাধিকারী শ্যামল তালুকদার। কার্যকরি সদস্য ডিজিটাল ট্রাভেল্স এস্টোরিয়া’র স্বত্বাধিকারী নজরুল ইসলাম, জান্নাত ট্রাভেল্স’র স্বত্বাধিকারী মোহাম্মদ ফরহাদ উদ্দিন, এক্সপ্রেস এয়ার ট্রাভেল্সের স্বত্বাধিকারী মো. কে জামান (রঞ্জু) এবং বেলাল ট্রাভেল স্কাই ইনকের স্বত্বাধিকারী রূপক বড়ুয়া।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলা ট্রাভেলসের স্বত্বাধিকারী বেলায়েত হোসেন, সাফওয়ান ট্রাভেলস’র স্বত্বাধিকারী মো: আবুল খালেক, ফ্লাই এইচটিটি’র স্বত্বাধিকারী তাহামিনা বেগম, রশিদ ট্রাভেলসের স্বত্বাধিকারী হারুনর রশিদ, জাম্বু ট্রাভেলসের স্বত্বাধিকারী আলী আহমেদ চৌধুরী, নাজমা ট্রাভেল্স’র সত্ত্বাধিকারী রোকেয়া বেগম নাজমা, ব্লুস্কাই ট্রাভেলস’র স্বত্বাধিকারী আলাউদ্দিন শরীফ, এসএ ট্রাভেলস’র স্বত্বাধিকারী আলী আকবর বাপ্পী প্রমুখ।

সংগঠনকে আরো গতিশীল, উন্নয়নমুখী ও সক্রিয় করতে নতুন কমিটির কর্মকর্তারা নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, ট্রাভেল এজেন্সি মালিকদের স্বার্থ রক্ষা, গ্রাহক সেবা নিশ্চিত, সম্প্রীতি বৃদ্ধিসহ কমিউনিটির সকলের মাঝে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে আমেরিকান ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-অ্যাটাব প্রতিষ্ঠা করা হয়।

শেয়ার করুন