২৮ এপ্রিল ২০১২, রবিবার, ০১:১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :


চট্টগ্রাম টেষ্ট
ব্যটিং সহায়ক উইকেটে নিষ্প্রাণ ড্র
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৯-০৫-২০২২
ব্যটিং সহায়ক উইকেটে নিষ্প্রাণ ড্র


চট্টগ্রাম টেষ্টটা বাংলাদেশের জন্য নিষ্প্রান ড্র হলেও শ্রীলঙ্কানদের রেজাল্টটা প্রত্যাশা অনুসারেই হয়েছে বলে মনে হয়। অবশ্য উইকেটটাই করা হয়েছিল এমন নিষ্প্রান,ব্যাটিং সহায়ক। দক্ষিন আফ্রিকায় দুই টেষ্টে ব্যাটিংয়ে যাচ্ছেতা হওয়ার পর মুলত এ ভিন্ন উপায়ও ছিলনা স্বাগতিকদের। প্রথমত ব্যাটিংয়ে আস্থাটা তো ফেরাতে হবে। সে আস্থা ফেরানোটাই হয়েছে। বাকী আর কিছুই হয়নি।

নিজের মাটিতে শ্রীলঙ্কাকে আরেকটু কোনঠাসা করে একটা প্রেসার দিতেই পারতো। মুস্তাফিজ,তাসকিন থাকলে হয়তো হতেও পারতো। কিন্তু সেটা হয়নি। রিল্যাক্স ম্যাচ খেলে নিজেদেরকে আরো তৈরী করেছে লঙ্কানরা ঢাকা টেষ্টের জন্য। 

এ ম্যাচে তাহলে প্রাপ্তি কী? প্রাপ্তি বলতে তামিম ইকবাল,মুশফিকুর রহীমের দুটি সেঞ্চুরী ও নাঈম হাসান ও সাকিবের বোলিংটা। ঢাকায় এ পারফরমেন্সটা বড্ড কাজে লাগবে বৈকি। কিন্তু সেটা পারবেও কি-না দেখারও একটা বিষয় রয়েছে। কারন টানা ম্যাচ খেলার অভ্যাসটা তো কম। ফলে প্রথম টেষ্টের পর দ্বিতীয় টেষ্টে বাংলাদেশের খেলোয়াড়দের অহেতুক তাড়াহুড়া করতে যেয়ে আত্বাহুতি দিয়ে বসে কি-না সেটাও দেখার বিষয়। 

এদিকে বাংলাদেশের প্রথম ইনিংসে ৪৬৫ রান করার পর শ্রীলঙ্কা তাদের দ্বিতীয় ইনিংস শুরু করে খেলছিল দ্বায়িত্ব নিয়েই। দিন শেষে ২৬০/৬ দ্বায়িত্বপুর্ন ব্যাটিং উপহার দিয়ে ম্যাচ ড্র করে ফেলেন। বাংলাদেশ চান্স খুজছিল। কিন্তু সময়ের ছিল বড্ড অভাব। আস্থাশুন্যর জন্য প্রথম ইনিংসে ব্যাটিংটা ধীরালয়ে হওয়ায়ই এ ম্যাচের এ পরিণতি। 

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা: ৩৯৭ ও ২৬০/৬

বাংলাদেশ: ৪৬৫

ম্যাচ: ড্র

ম্যান অব দ্যা ম্যাচ: অ্যাঞ্জেলো ম্যাথুস 


শেয়ার করুন