২৭ এপ্রিল ২০১২, শনিবার, ০২:৫৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
‘ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব, তবে প্রক্রিয়া জটিল’ খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘন্টাব্যাপী সাক্ষাৎ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে - হাবিবুল মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন অনুমান ও অপ্রমাণিত অভিযোগ নির্ভর- পররাষ্ট্র মন্ত্রনালয় ইউরোপে ভারতীয় ৫২৭ পণ্যে ক্যান্সার সৃষ্টিকারি উপাদন শনাক্ত বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি বিএনপির আন্দোলন ঠেকানোই ক্ষমতাসীনদের প্রধান চ্যালেঞ্জ বিএনপিকে মাঠে ফেরাচ্ছে আওয়ামী লীগ উপজেলা নির্বাচন নিয়ে অদৃশ্য চাপে বিএনপি


কুলাউড়া অ্যাসোসিয়েশনের নির্বাচন
ক্লিন সুইপ আলাউদ্দিন-জাবেদ প্যানেলের
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১০-০৬-২০২২
ক্লিন সুইপ আলাউদ্দিন-জাবেদ প্যানেলের শাল আলাউদ্দিন-জাবেদ প্যানেলের প্রার্থী ও সমর্থকদের উল্লাস


প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন কুলাউড়া বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনক। করোনার কারণে এই সংগঠনের নির্বাচন স্থগিত ছিলো। করোনা পরিস্থিতি উন্নতিকল্পে নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করে। সেই তারিখ অনুযায়ী গত ৫ জুন দিনব্যাপী উত্সবমুখর এবং শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় জ্যামাইকার তাজমহল পার্টি সেন্টারে। নির্বাচনে দুটো প্যানেল সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করে। এর মধ্যে ছিলো আলাউদ্দিন-জাবেদ প্যানেল এবং জালাল-রেনু প্যানেল। কার্যকরি পরিষদের ১৫টি পদে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। দিনব্যাপী শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য এবং স্বচ্ছ এই নির্বাচনে আলাউদ্দিন-জাবেদ প্যানেল ক্লিন সুইপ করে পরাজিত করেছেন জালাল-রেনু প্যানেলকে। ১৫টি পদের সবক’টিতেই জয়ী হয়েছেন আলাউদ্দিন-জাবেদ প্যানেলের প্রার্থীরা।

সারাদিন ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশন সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ গণনা শেষে বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এই সময় নির্বাচন কমিশনের সদস্য মোহাম্মদ আব্দুল জলিল, জাবেদ খসরু, সাহেদ দেলওয়ার চৌধুরী, মুকিত চৌধুরী, নির্বাচনে প্রতিদ্ব›দ্বী সভাপতি প্রার্থী শাহ আলাউদ্দিন, এনায়েত হোসেন জালাল, সাধারণ সম্পাদক প্রার্থী জাবেদ আহমেদ, রেজাউল করিম রেনু এবং তাদের সমর্থকরা। কুলাউড়ার এবারের নির্বাচনে ছিলো চরম উত্তেজনা এবং লড়াই ছিলো অনেকটাই হাড্ডাহাড্ডি। কারণ ভোটগ্রহণ করা হয় ব্যালটে। নির্বাচনী উত্তেজনা বলতে যা বোঝায় তার পুরোটাই ছিলো ব্যালট ভোটের কারণে। জয়-পরাজয়ের পাল্ডলাম ঘুরতে থাকে। শেষ পর্যন্ত বিজয়ের হাসি হাসলেন আলাউদ্দিন-জাবেদ প্যানেলের প্রার্থীরা। তারা নিরঙ্কুশ জয়লাভ করেছে। তবে প্রধান নির্বাচন কমিশনার সিরাজউদ্দিন আহমেদ সোহাগের দৃঢ়তা অন্যান্য কমিশনারদের সহযোগিতায় কুলাউড়াবাসী প্রত্যক্ষ করলো একটি বিতর্কহীন নির্বাচন। পরিবেশও ছিলো এক কথায় চমত্কার।

প্রধান নির্বাচন কমিশনার সিরাজউদ্দিন আহমেদের ঘোষিত ফলাফলে সভাপতি নির্বাচিত হয়েছেন শাহ আলাউদ্দিন। তিনি পেয়েছেন ৪৩২ ভোট। তার একমাত্র প্রতিদ্ব›দ্বী এনায়ের হোসেন জালাল পেয়েছেন ৩১২ ভোট। সহ-সভাপতি পদে এফ মালিক মুরাদ ৪৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। পরাজিত প্রার্থী আবু সুফিয়ান পেয়েছেন ৩০৬ ভোট। সাধারণ সম্পাদক পদে জাবেদ আহমেদ ৪৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। পরাচিত প্রার্থী রেজাউল করিম রেনু পেয়েছেন ৩০৮ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মাসুক মিয়া ৪৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। পরাজিত প্রার্থী সুমন রহমান পেয়েছেন ৩০৩ ভোট। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ওবায়দুর রহমান। তিনি পেয়েছেন ৪১৪ ভোট। এ পদে পরাজিত প্রার্থী এম এন হক বকুল। তিনি পেয়েছেন ৩২২ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে শামীম আহমেদ ৪২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। পরাজিত হয়েছেন এমডি সায়েদ আলী। তার প্রাপ্ত ভোট ৩১২। প্রচার সম্পাদক পদে এনামুল ইসলাম খান ৪৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। পরাজিত প্রার্থী সিদ্দিক হোসেন রুবেল পেয়েছেন ২৯৮ ভোট। সাহিত্য সম্পাদক পদে নুরুন নাহার হাসান ৪০২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্ব›দ্বী আফাজুর রহমান চৌধুরী পেয়েছেন ৩৩৭ ভোট। ক্রীড়া সম্পাদক পদে ৪১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মুজিবুর রহমান। পরাজিত প্রার্থী জুয়েল আমিন পেয়েছেন ৩২৫ ভোট। মহিলা সম্পাদক পদে ৩৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাহমুদা ইসলাম। পরাজিত প্রার্থী আনিসা ইসলাম পেয়েছেন ৩৩২ ভোট। কার্যকরি সদস্য পদে নির্বাচিত হয়েছেন বদরুল ইসলাম (৪৩৭ ভোট)। মোহাম্মদ ময়নুর রহমান (৪৩৪ ভোট), মোহাম্মদ আলতাফ হোসেন (৪১৮ ভোট), ইমরুল হোসেন জুবেল (৪১০ ভোট) এবং লুত্ফুর রহমান (৩৯৫ ভোট)। পরাজিত সদস্যরা হলেন শামীম আহমেদ (২৯৮ ভোট)। মোহাম্মদ মামুন (২৮৬ ভোট), মাজহারুল ইসলাম জনি ( ৩১৪ ভোট), আবুল জাব্বার সিদ্দিকী (৩২ ভোট) এবং মোহাম্মদ আব্দুল (৩০১ ভোট)।

প্রধান নির্বাচন কমিশনার সিরাজউদ্দিন আহমেদ সোহাগ সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, সকলের সহযোগিতার কারণেই আমরা একটি সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পেরেছি।

নবনির্বাচিত সভাপতি শাহ আলাউদ্দিন এবং সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ কুলাউড়াবাসীকে ধন্যবাদ জানান তাদের নির্বাচিত করার জন্য। তারা বলেন, আপনাদের সকলের সহযোগিতায় আমরা কুলাউড়া অ্যাসোসিয়েশনে একটি আদর্শ সংগঠনে পরিণত করবো।

শেয়ার করুন