২৮ এপ্রিল ২০১২, রবিবার, ০৩:২২:০৪ অপরাহ্ন
শিরোনাম :


সোসাইটির কর্মকর্তাদের নর্থবেঙ্গল ফাউন্ডেশনের সংবর্ধনা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৮-১১-২০২২
সোসাইটির কর্মকর্তাদের নর্থবেঙ্গল ফাউন্ডেশনের সংবর্ধনা সংবর্ধনা সভায় বাংলাদেশ সোসাইটি ও নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ


নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত কর্মকর্তারা সংবর্ধিত হলেন। নর্থবেঙ্গল ফাউন্ডেশন ইনক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠন সভাপতি রাফেল তালুকদার এতে সভাপতিত্ব করেন। সার্বিক পরিচালনায় ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সম্পাদক মোহাম্মদ কাশেম। সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে বিজয়ীরা অংশ নেন। উদ্বোধনী কবিতা পড়েন কবি-কথক সালেম সুলেরী। ১৪ নভেম্বর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ‘ইটজি রেস্তোঁরায়’ এটি আয়োজিত হয়।

সংবর্ধিত কর্মকর্তারা নর্থবেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগকে স্বাগত জানান। ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দিন দেওয়ান বলেন, আমরা ঐক্যবদ্ধ। নর্থবেঙ্গল অবহেলিত- এমন কথা কেউ আমাদের সময়ে বলতে পারবে না। সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী বলেন, আমরা নিরপেক্ষ। বিগত করোনাকালে সব এলাকার মানুষকেই আমরা সেবা দিয়েছি। কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি ফারুক চৌধুরী, কোষাধ্যক্ষ নওশেদ হোসেন, ক্রীড়া সম্পাদক মাইনুল উদ্দিন মাহবুব, সাংস্কৃতিক সম্পাদক ডা. শাহনাজ লিপি, সব্বোর্চ্চ ভোটপ্রাপ্ত কার্যকরি সদস্য ফারহানা চৌধুরী প্রমুখ। নির্বাচন কমিশন সদস্য রুহুল আমিন সরকার অভিজ্ঞতা ব্যক্ত করেন। সানি মোল্লাসহ একাধিক সাবেক কর্মকর্তা শুভেচ্ছা জানান।

নর্থবেঙ্গল ফাউন্ডেশনের পক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করেন প্রায় ১১ জন। প্রধান উপদেষ্টা আসেফ বারী টুটুল, লোকসঙ্গীত সংগঠক নূর ইসলাম বর্ষন, সাবেক সভাপতি আতোয়ারুল আলম, সম্পাদক আশরাফুজ্জামান আশরাফ, মোহাব্বত আখন্দ, মনিরুল ইসলাম, ওয়াহেদ আলী মন্ডল, আফজাল হোসেন, মুনমুন হাসিনা, কামাল পাশা, আব্দুল মতিন, রেজাউল করিম, আহমদ হোসেন প্রমুখ। সভাপতি রাফেল তালুকদার বলেন, ১৬ জেলার সমন্বয়ে ‘নর্থবেঙ্গল ফাউন্ডেশন’। সোসাইটির বৃহত্তর স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকতে প্রস্তুত। সাংবাদিক মনোয়ারুল ইসলাম ও কুইন্স বাংলাদেশ সোসাইটির সম্পাদক মফিজুল ইসলাম ভূইয়া রুমিও শুভেচ্ছা জানান। বাংলাদেশের উত্তরবঙ্গ সফরের আহ্বান জানান কবি সালেম সুলেরী। ভারপ্রাপ্ত সভাপতি সম্মতি দিয়ে বলেন, উদ্বোধনী কবিতাটি ভালোবাসার প্রতীক। কবিতাটি আমরা সোসাইটির কার্যালয়ে স্থায়ীভাবে টাঙিয়ে রাখবো।

শেয়ার করুন