২৯ এপ্রিল ২০১২, সোমবার, ০৫:১৯:০১ পূর্বাহ্ন


ব্রাজিল, ফ্রান্স, পর্তুগাল ও নেদারল্যান্ডস, সেনেগাল পেরিয়েছে গ্রুপ পর্বের গন্ডি
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ৩০-১১-২০২২
ব্রাজিল, ফ্রান্স, পর্তুগাল ও নেদারল্যান্ডস, সেনেগাল পেরিয়েছে গ্রুপ পর্বের গন্ডি


বিশ্বকাপে চরম উত্তেজনা এখন দ্বিতীয় রাউন্ডে ওঠার। গ্রুপ পর্বের শেষ মুহূর্তে নানা হিসেব নিকেষ করছে দলগুলো। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৫টি দল দুশ্চিন্তামুক্ত। এরা হলো গ্রুপ এ থেকে নেদারল্যান্ডস ও সেনেগাল, ডি থেকে ফ্রান্স, জি থেকে ব্রাজিল ও এইচ থেকে পর্তুগাল। এদের দ্বিতীয় রাউন্ড কর্নফার্ম। গ্রুপ পর্বের খেলাগুলো চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। ফলে এর মধ্যে ১৬ দলের নকআউট পর্বে এসে যোগ দেবে আরো ১৩ দল। অবশ্য পর্যায় ক্রমে উঠে আসবে তারা এ নকআউটে। ইতিমধ্যে দুটি করে ম্যাচ খেলা হয়ে গেছে সব দলের। যে তিন দল দ্বিতীয় রাউন্ড কনফার্ম করা, তারা অবশ্য টানা জয় নিয়ে পয়েন্ট টেবিলের এমন অবস্থানে যে শেষ ম্যাচে এরা হারলেও ক্ষতি নেই। তবে হ্যাঁ, নিজস্ব তৃতীয় ম্যাচগুলোর উপর নির্ভর করবে গ্রুপে চ্যাম্পিয়ন রানার্সআপ হওয়ার বিষয়টাও। তবে এ পর্যন্ত কোন হ্যাটট্রিক হয়নি। অবশ্য বিশ্বকাপে হ্যাটট্রিক করা একটা দুর্লভ কৃতিত্বের ব্যাপারও।  

এক নজরে দেখা যাক এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রুপগুলোতে কাদের অবস্থা কেমন- 

গ্রুপ ‘এ’ 

এ গ্রুপে রয়েছে নেদারল্যান্ডস, ইকুয়েডর, সেনেগাল ও স্বাগতিক কাতার। ইতিমধ্যে কাতারের সঙ্গে বিদায় নিয়েছে ইকুয়েডরও। নিজস্ব তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডস জয় নিয়ে সর্বোচ্চ ৭ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে উঠেছে তারা। শেষ ম্যাচটাতে তারা ২ গোলে হারায় কাতারকে। গ্রুপের অপর খেলায় সেনেগাল ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে উঠে যায় নক আউটে। পরাস্ত ইকুয়েডর বিদায় নিয়েছে কাতার বিশ্বকাপ থেকে। 

গ্রুপ ‘বি’ 

এ গ্রুপে রয়েছে ইংল্যান্ড, ইরান, ওয়েলস ও ইউএসএ। প্রথম দুই দল যথাক্রমে চার ও তিন পয়েন্ট নিয়ে অ্যাডভান্টেজে। ফলে এ গ্রুপের শেষ ম্যাচ দুটি উত্তাপ ছড়াচ্ছে। ইউএসএ এর পয়েন্ট ২ ও ওয়েলসের ১। প্রতিটা দলের নিজস্ব শেষ ম্যাচে ইংল্যান্ড লড়বে ওয়েলসের সঙ্গে এবং ইরান আমেরিকা ম্যাচ। গ্রুপের প্রতিটা দলই জটিল অবস্থানে। তবে ওয়েলসের অবস্থা সুবিধা নয়। কারণ দুই ম্যাচে মাত্র একটি জয়। আমেরিকার সঙ্গে ড্র করে একটি পয়েন্ট পেয়েছে তারা। 

গ্রুপ ‘সি’ 

পোল্যান্ড, আর্জেন্টিনা, সাউদি আরব ও মেক্সিকো এই গ্রুপে। সূচনাতেই সৌদির কাছে আর্জেন্টিনার পরাজয়ে অনেক ঝামেলা তৈরি হয়ে আছে। দুই ম্যাচ করে খেলেছে প্রতিটা দল। এর মধ্যে চার পয়েন্ট পেয়ে শীর্ষে পোল্যান্ড। দ্বিতীয়স্থানে আর্জেন্টিনা তিন পয়েন্ট নিয়ে। তৃতীয়স্থানে সৌদি পয়েন্ট তাদের ৩। এবং তালিকার নিচে মেক্সিকো ১ পয়েন্ট নিয়ে। 

এখানে অ্যাডভান্টেজে পোল্যান্ড ও আর্জেন্টিনা হলেও শেষ ম্যাচে চূড়ান্ত হিসেব নিকেষ হবে। এতে পাল্টে যেতে পারে চিত্রও। আর্জেন্টিনাকে নক আউটে যেতে জিততেই হবে। ড্র করলেও সম্ভাবনা থাকবে। তবে সেখানে যদি গোলের একটা হিসেবের মধ্যে থাকবেন তারা। চান্সে থাকবে সৌদিও। শেষ খেলা তাদের মেক্সিকোর সঙ্গে। অপরদিকে শেষ ম্যাচ আর্জেন্টিনা- পোল্যান্ড। পোল্যান্ডের কাছে আর্জেন্টিনা হেরে গেলে সৌদি ড্র করলেও সৌদি উঠে যাবে নক আউটে। ফলে আর্জেন্টিনা এখানে মোটামুটি চাপে পরে গেছে। 

গ্রপ ‘ডি’ 

এই গ্রুপে রয়েছে ফ্রান্স, অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও তিউনেসিয়া। টানা দুই ম্যাচে জয় নিয়ে ৬ পয়েন্ট পেয়ে ফ্রান্স নক আউটে চলে গেছে। এবার বাকি তিন দলের মধ্যে কে যাবে নক আউটে সেটাই মুখ্য। এদের মধ্যে অষ্ট্রেলিয়ার পয়েন্ট ৩। বাকি দুই দল ডেনমার্ক ও তিউনেসিয়ার ১ করে। ফলে অস্ট্রেলিয়া এগিয়ে। নিজস্ব শেষ ম্যাচে অস্ট্রেলিয়া ডেনমার্ক লড়বে অনেকটাই ফাইনালের আমেজে। অন্যম্যাচ ফ্রান্স ও তিউনেসিয়া। 

গ্রুপ ‘ই’ 

এ গ্রুপে কঠিন চাপে জার্মানি। চার দলের গ্রুপে দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে দলটি। গ্রুপের শীর্ষে আছে স্পেন চার পয়েন্ট নিয়ে। এরপর জাপানের পয়েন্ট ৩, কোস্টারিকার পয়েন্টও তিন। ফলে গ্রুপের শেষ ম্যাচটা প্রতিটা দলের জন্য গুরুত্বপূর্ণ। পহেলা ডিসেম্বর জাপান- স্পেন ও জার্মানি- কোস্টারিকা ম্যাচ। ওই দুই ম্যাচে নির্ধারিত হবে কে কে যাবে নক আউটে। 

গ্রুপ ‘এফ’ 

এ গ্রুপের শীর্ষে রয়েছে ক্রোশিয়া ও মরক্কো। দুই দলের পয়েন্টই চার। অপর দুই দল বেলজিয়াম ও কানাডার পয়েন্ট যথাক্রমে ৩ ও ০। কানাডার আর কোনো সম্ভাবনা নেই। ফলে বাকি তিন দলের মধ্যে নির্ধারিত হবে কে কে যাবে নকআউটে। পহেলা ডিসেম্বর ক্রোয়েশিয়া- বেলজিয়াম ও কানাডা শেষ ম্যাচে খেলবে মরক্কোর সঙ্গে। 

গ্রুপ ‘জি’ 

ব্রাজিলের গ্রুপ হলো এটা। ইতিমধ্যে ব্রাজিল উঠে গেছে নক আউটে। ফলে বাকি দল কে সেটা নিশ্চিতকরণ হবে এবার। এখানে সুইজারল্যান্ড এগিয়ে। তিন পয়েন্ট তাদের। এছাড়া ক্যামেরুন ও সার্বিয়ার পয়েন্ট সমান ১ করে। শেষ ম্যাচে সার্বিয়া- সুইজারল্যান্ড গুরুত্বপূর্ণ ম্যাচ। ব্রাজিলের জন্য তেমন গুরুত্ব না থাকলেও ক্যামেরুন চেষ্টা করবে কিছু একটা করার। 

গ্রুপ ‘এইচ’ 

এই গ্রুপ থেকে ইতিমধ্যে নক আউটে উঠে গেছে পর্তুগাল। টানা দুই নিয়ে ৬ পয়েন্ট তাদের। অন্য তিন দলের মধ্যে ঘানার অবস্থান ভাল। তিন পয়েন্ট তাদের দুই ম্যাচ খেলে। ১ পয়েন্ট করে লাভ করে উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া তলানীতে। দক্ষিণ কোরিয়া নক আউটে ওঠার লড়াইয়ে খেলবে পর্তুগালের বিপক্ষে। আর ঘানা- উরুগুয়েও দুর্দান্ত ম্যাচ হবে নক আউট টার্গেটে। খেলাটি হবে ২ ডিসেম্বর। 

শেয়ার করুন