২৮ এপ্রিল ২০১২, রবিবার, ৬:২৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘শেরে বাংলা আপাদমস্তক একজন পারফেক্ট বাঙালি ছিলেন’ বিএনপির বহিস্কৃতদের জন্য সুখবর! মে দিবসে নয়পল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ উপজেলা নির্বাচনে অংশ নেয়ার জের, বিএনপির বহিস্কার ৭৬ থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান ‘ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব, তবে প্রক্রিয়া জটিল’ খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘন্টাব্যাপী সাক্ষাৎ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে - হাবিবুল মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন অনুমান ও অপ্রমাণিত অভিযোগ নির্ভর- পররাষ্ট্র মন্ত্রনালয়


সভাপতি মজিবর, সা. সম্পাদক টিটু
নারায়ণগঞ্জ জেলা সমিতির নতুন কমিটি গঠন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৪-০৪-২০২২
নারায়ণগঞ্জ জেলা সমিতির নতুন কমিটি গঠন অনুষ্ঠানে মঞ্চে অতিথিবৃন্দ


নারায়ণগঞ্জ জেলা সমিতি উত্তর আমেরিকা ইনকের নতুন কমিটি গঠিত হয়েছে। এই নতুন কমিটির সভাপতি হয়েছেন সংগঠনের সাবেক সভাপতি ও উপদেষ্টা মোহাম্মদ মজিবর এবং সাধারণ সম্পাদক হয়েছেন সংগঠনের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তফা জামাল টিটু। গত ৮ এপ্রিল সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী নারায়ণগঞ্জবাসীর কণ্ঠভোটে এই নতুন কমিটি গঠিত হয়। সংগঠনের ২৩ সদস্য বিশিষ্ট কমিটির কর্মকর্তাদের সমবেতরা করতালির মাধ্যমে অভিনন্দন জানান। সংগঠনের আহ্বায়ক কমিটি আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় উডসাইডে গুলশান ট্যারেস মিলনায়তনে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইফতার পার্টি অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান এবং নতুন কমিটির নাম ঘোষণা করেন আহ্বায়ক কমিটির আহ্বায়ক নির্মল পাল। এ ছাড়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি আরশাদুল বারী আসাদ ও সাবেক সভাপতি মোহাম্মদ মোহসীন। এছাড়া নব-নির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ মজিবর সমাপনী বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন দর্পণ কবীর।

অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান, নির্মল পাল, কামরুল হাসান বাদল, মোহাম্মদ মজিবর, মোহাম্মদ মোহসীন, মনিরুজ্জামান সেলিম, নূর বাবুল ও মোস্তফা জামাল টিটু। এই ইফতার মাহফিলে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সমাজসেবক এবং মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতার পার্টিতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের কোষাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল কাদির। অনুষ্ঠানের শুরুতে কোভিড-১৯ জীবাণুাক্রান্ত হয়ে প্রয়াত এই সংগঠনের সাবেক কর্মকর্তা ও উপদেষ্টা আব্দুল মতিন এবং ফজলুল হকের স্মরণে শ্রদ্ধা প্রকাশ করা হয়।

নতুন কমিটির কর্মকর্তারা হলেন- সভাপতি মোহাম্মদ মজিবর, সিনিয়র সহ-সভাপতি-মনিরুজ্জামান সেলিম, সহ-সভাপতি মো. মনসুর আলী, সহ-সভাপতি মশিউর রহমান তুহিন, সহ-সভাপতি আসাদুল্লাহ চৌধুরী বাদল, সহ-সভাপতি দীপক দাস ও সহ-সভাপতি মো. কামাল হোসেন টিটু, সাধারণ সম্পাদক- মোস্তফা জামাল টিটু, সহ-সাধারণ সম্পাদক আজাহারুল হক, সহ-সাধারণ সম্পাদক সাদেকুর রহমান লিখন, সাংগঠনিক সম্পাদক মো. আবুল খায়ের, কোষাধ্যক্ষ মো. আব্দুল কাদির, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম জনি, ক্রীড়া সম্পাদক জানে আলম বাবু, সহ ক্রীড়া সম্পাদক লাভলী চৌধুরী আঁখি, সাংস্কৃতিক সম্পাদক গোপা পাল মুক্তা, মহিলা সম্পাদক আয়েশা আক্তার লিলি, আপ্যায়ন সম্পাদক অনিতা মোদক। নির্বাহী সদস্যরা হলেন দর্পণ কবীর, সায়েদুর রহমান বাবু, তাপস কুমার সাহা, মিন্টু কুমার রায় ও সফিউল রাজ্জাক রনি।

অনুষ্ঠানে ইফতার কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান বলেন, নিউইয়র্কে নারায়ণগঞ্জ জেলা সমিতি গঠিত হয়েছিল ১৯৮৯ সালে। আমরা এই সমিতিকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই। কিন্তু বিভিন্ন সময়ে একটি গোষ্ঠী অপ তৎপরতা চালিয়ে আমাদের চলার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তারা সকলের ঐক্যবদ্ধ থাকার জন্য এগিয়ে আসবেন, এটাই প্রত্যাশা করি। 

সংগঠনের সাবেক সভাপতি আরশাদুল বারী আসাদ বলেন, কাজ করার স্বচ্ছতা থাকলে কোনো বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না। আমরা সবসময় যেন একে অন্যের পাশে থেকে সংগঠনের কাজকে এগিয়ে নিয়ে যেতে পারি, সকলকে এ ব্যাপারে সচেষ্ট থাকতে হবে।   

সভাপতির ভাষণে মোহাম্মদ মজিবর বলেন, এই সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে সকলের সহযোগিতা চাই। সকলের সহযোগিতা পেলে আমরা প্রবাসে আঞ্চলিক সংগঠন হিসাবে এমন কাজ করার ইচ্ছা রাখি, যা করতে পারলে আমাদের সংগঠনটি মডেল সংগঠনে পরিণত হবে। তিনি প্রবাসী নারায়ণগঞ্জবাসীদের মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। 

সংগঠনের সাবেক সভাপতি মোহাম্মদ মোহসীন অনুষ্ঠানে প্রবাসী নারায়ণগঞ্জবাসীরা উপস্থিত হওয়ায় ধন্যবাদ জানান। তিনি সকলকে মতানৈক্য ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


শেয়ার করুন