২৮ এপ্রিল ২০১২, রবিবার, ০৮:২৫:০১ অপরাহ্ন
শিরোনাম :


বিয়ানীবাজার সমিতির স্মরণকালের বৃহত্তম ইফতার মাহফিল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৫-০৪-২০২৩
বিয়ানীবাজার সমিতির স্মরণকালের বৃহত্তম ইফতার মাহফিল বিয়ানীবাজার পৌরসভার নির্বাচিত মেয়র ফারুকুল হককে সংবর্ধনা


দেশি  সিনিয়র সেন্টারের  ভিতর ও বাইর কানায় কানায় পরিপূর্ণ, দলমতনির্বিশেষে স্বতঃস্ফূর্ত উপস্থিততে ধর্মীয় উদ্দীপনা ও ভাবগম্ভীর পরিবেশে স্মরণকালের বৃহত্তম ইফতার মাহফিল গত ২ এপ্রিল বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে বিশ্বখ্যাত হাফিজ ও কারি নাজমুস্ সাকিব ও অতি সম্প্রতি অনুষ্ঠিত বিয়ানীবাজার পৌরসভার নির্বাচিত মেয়র ফারুকুল হক উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন বিয়ানীবাজার সমিতির সভাপতি  আব্দুল মান্নান। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হক মাহবুব। মাহফিলে মঞ্চে উপবিষ্ট ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি ও হাফেজ নাজমুস সাকিব, আল আমান মসজিদের সাবেক ইমাম মাওলানা মুহিবুর রহমান, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক  সভাপতি আজমল হোসেন কুনু, জালালাবাদের বর্তমান সভাপতি বদরুল হোসেন খান, বিয়ানীবাজার সমিতির উপদেষ্টা হাজি শামসুল ইসলাম, বুরহান উদ্দীন কপিল, সিরাজ উদ্দীন আহমদ, সফিক উদ্দীন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সেক্রেটারি ও কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য  জিল্লুর রহমান, জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হেলাল খান, যুক্তরাষ্ট্র যুবদলের সহসভাপতি আতিকুল হক আহাদ, যুক্তরাষ্ট্র যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মাসুদুল হক ছানু মোস্তফা কামাল, আজিমুর রহমান বোরহান, সাবেক সহসভাপতি গৌছ খান, সাবেক উপদেষ্টা শফিক আহমেদ, ডাক্তার মাহফুজুর রহমান, সাবেক উপদেষ্টা আব্দুল হক মনিয়া, বিশিষ্ট ফুটবলার আব্দুল জলিল, আনা চৌধুরী। ইফতার মাহফিলে পবিত্র কোরআন তেলওয়াত ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ নাজমুস সাকিব। এর আগে  সমিতির সভাপতি আব্দুল মান্নান স্বাগতিক  বক্তব্যে  ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার জন্য সবাইকে  ধন্যবাদ জ্ঞাপন ও মোবারক বাদ জানান। সাকিবের সংক্ষিপ্ত পরিচয় উপস্থাপন করেন মাওলানা মুহিবুর রহমান। ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে  বাংলাদেশ থেকে আগত বিয়ানীবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র ফারুকুল হক পবিত্র মাহে রমজানের  মোবারক  ও সালাম জানিয়ে  বলেন, ২০২২ সালে এই জায়গা থেকে আপনাদের পরামর্শ ও সহযোগিতার আশ্বাস নিয়ে পৌর নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। আপনাদের সাহায্য ও  সহযোগিতায়  নির্বাচনে জয়লাভ করেছি। আমি  আপনাদের কাজ করছি। কাজ চালিয়ে যাওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

ইফতার শেষে বিয়ানীবাজার সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা  হয়। ইফতার মাহফিলে বিশ্বখ্যাত কারি নাজমুস সাকিব ও মেয়র ফারুকুল হকের উপস্থিতে  ইফতার মাহফিলকে  ভিন্নমাত্রায়  নিয়ে যায়। মেয়র ফারুকুল হককে শুধু  শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীরা শুভেচ্ছা জানাননি, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল কুদ্দুস টিটো মেয়রকে ফুল দিয়ে  শুভেচ্ছা জানান। এ সময় এক অভাবনীয় দৃশ্য পরিলক্ষিত হয়। হলভর্তি লোকজন করতালির  মধ্যে উভয়কে অভিনন্দন জ্ঞাপন করেন। ইফতার মাহফিলকে সার্থক সুন্দর হওয়ার পেছনে অনুষ্ঠানের আহ্বায়ক আব্দুল হান্নান দুখু, সদস্যসচিব এ টি এম তালহা, যুগ্ম-সদস্যসচিব আব্দুল  হামিদ ও আহ্বায়ক কমিটির সদস্য আখতারুজ্জামান, শাহীন মালিক, জামাল হোসেন, তাজ উদ্দীন, হোসেন আহমদ, আবু তাহের, নুর উদ্দিনের বিশেষ অবদান অনস্বীকার্য।

শেয়ার করুন