২৭ এপ্রিল ২০১২, শনিবার, ০৮:০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব, তবে প্রক্রিয়া জটিল’ খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘন্টাব্যাপী সাক্ষাৎ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে - হাবিবুল মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন অনুমান ও অপ্রমাণিত অভিযোগ নির্ভর- পররাষ্ট্র মন্ত্রনালয় ইউরোপে ভারতীয় ৫২৭ পণ্যে ক্যান্সার সৃষ্টিকারি উপাদন শনাক্ত বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি বিএনপির আন্দোলন ঠেকানোই ক্ষমতাসীনদের প্রধান চ্যালেঞ্জ বিএনপিকে মাঠে ফেরাচ্ছে আওয়ামী লীগ উপজেলা নির্বাচন নিয়ে অদৃশ্য চাপে বিএনপি


ইফতারে সরব পুরো কমিউনিটি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২২-০৪-২০২২
ইফতারে সরব পুরো কমিউনিটি কুষ্টিয়া জেলা সসিতির ইফতার


করোনা মহামারীর কারণে পুরো কমিউনিটি গোটা দুটো বছর ছিল একেবারে স্তিমিত। করোনার কারণে মানুষ ছিল অনেকটাই গৃহবন্দী। গত দুই বছর ছিল পুরো কমিউনিটিতে এক ধরনের আতঙ্ক। মানুষ নেহায়াত জরুরি কাজ ছাড়া বাইরে বের হতো না। ঘর থেকে বের হলেও মানুষের মুখে থাকতো মাস্ক, হাতে থাকতো গ্লাভস। সেই সাথে ছিলেঅ হ্যান্ড স্যানিটাইজার। এই জিনিসগুলো যেন মানুষের নিত্যব্যবহারের জিনিসে পরিণত হয়। নিউইয়র্ক সিটিতে বিধিনিধেষ শিথিল করার সাথে সাথেই মানুষ ঘর বের হতে শুরু করে। প্রথম দিকে ভয় থাকলেও সেই ভয়ও আস্তে আস্তে চলে যায়। করোনার কারণে প্রবাসে বাংলাদেশি বিভিন্ন রাজনৈতিক, আঞ্চলিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের কর্মকাণ্ড স্থবির হয়ে যায়। ভয় ভীতি দূর হতে থাকে। যে কারণে বিভিন্ন সংগঠন তাদের কর্মকাণ্ড শুরু করে। যা পুরোপুরি পরিলক্ষিত হচ্ছে এবার ইফতার পার্টিতে। প্রবাসের প্রায় প্রতিটি সংগঠন এবার ইফতার পার্টির আয়োজন করছে। এমন অবস্থা হয়েছে কোথাও ইফতার দেয়ার জন্য হল পাওয়া যাচ্ছে না। বাংলাদেশি মালিকানাধীন যেসব হল রয়েছে সেই সব হলের মালিকরা জানিয়েছেন, পুরো রমজানে তাদের হল বুক। শুধু হল নয় সেব রেস্টুরেন্টের হল রয়েছে তাদেরও একই অবস্থা। বাংলাদেশি হল মালিকরা জানান, এক সময় মানুষে শুক্র, শনি এবং বোরবারে অনুষ্ঠানের আয়োজন করতো। এখন প্রতিদিনই অনুষ্ঠান হচ্ছে। বিশেষ করে বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটস, ব্রুকলীন, এস্টোরিয়া, জ্যামাইকা, ব্রঙ্কস, ওজন পার্কসহ প্রতিটি এলাকার হলগুলোতে কোনোদিন হল পাওয়া যাচ্ছে না। বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে এখন হল এবং রেস্টুরেন্টের অভাব নেই। এসব এলাকায় হল নিয়ে সংকট থাকলেও রেস্টুরেন্ট প্রতিটি এলাকায় রয়েছে। কথা আছে যেখানে বাঙালি সেখানেই সংগঠন। এমনও এলাকা রয়েছে সেই সব এলাকার কয়েকটি করে সংগঠন রয়েছে। আর একাধিক সংগঠন থাকার কারণে প্রতিযোগিতা রয়েছে। একটি সংগঠন ইফতারের আয়োজন করলে আরেকটি সংগঠনের ইফতার দিতে হবে। দেখা যায় ইফতার নিয়েও ভিন্ন ধরনের প্রতিযোগিতা।

অন্য বছরের তুলনায় এবার প্রতিটি পণ্যের মূল্য অনেক বেশি। তারপরেও ইফতার পার্টির জন্য অর্থের অভাব হচ্ছে না। প্রবাসের বড় বড় সংগঠনগুলোর ইফতার পার্টিতে ১০ থেকে ২০ হাজার ডলার ব্যয় হচ্ছে। তারপরেও মানুষ ইফতার পার্টির আয়োজন করছে। আবার দেখা যাচ্ছে এসব ইফতার পার্টিতে অতিরিক্ত খাবার দেয়া হচ্ছে এবং সেই কারণে ইফতার বা খাবার নষ্ট হচ্ছে। এদিকে সকল সংগঠনের নেতৃবৃন্দের মনোযোগ দেয়া উচিত। অনেকেই বলেছেন, ইফতারে অতিরিক্ত খাবার না দিয়ে তা থেকে অর্থ সাশ্রয় করে বাংলাদেশে গরিবদের পাঠানো উচিত।

বাংলাদেশি বিভিন্ন রেস্টুরেন্ট মালিকদের সাথে আলাপকালে তারা জানান, এবারের ইফতারের বিশেষ আকর্ষণ হচ্ছে জিলাপি এবং হালিম। সেই সাথে বিভিন্ন ধরনের কাবাব। যে কারণে অধিকাংশ রেস্টুরেন্টেই দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কাবাব। অন্যদিকে কোনো কোনো রেস্টুরেন্টে এবার ফলমূলসহ চিড়া তৈরি করে বিক্রি করা হচ্ছে। অন্যদিকে বাজারে নতুন করে আম এবং কাঠাল উঠেছে। অনেকেই অন্যান্য বাজারের সাথে আম এবং কাঠাল নিয়ে যাচ্ছেন।

বৃহত্তর কুমিল্লা সমিতি

গত ১৭ এপ্রিল বৃহত্তর কুমিল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. ডা. ইনামুল হকের পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সরকার। কোরআন তেলাওয়াত করেন রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সভাপতি মওলানা মাছুম এবং দোয়া পরিচালনা করেন মওলানা অলিউল্লাহ আতিকুর রহমান। বৃহত্তর কুমিল্লাবাসীসহ প্রবাসে বসবাসরত কমিউনিটির সামাজিক সংগঠনের নেতৃস্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

কুষ্টিয়া জেলা সমিতি

গত ১৬ এপ্রিল জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে কুষ্টিয়া জেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. আসাদুজ্জামান এবং পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক আশরাফুল আলম ও নাজমুল আহসান দুলাল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির ট্রাস্টি বোর্ডের সদস্য মো. গিয়াস উদ্দিন, মো. রাশেদুল আলম, মো. সাজেজুল ইসলাম সুজন, মো. হাফিজুর রহমান, মাসুদুল ইসলাম লিপু ও মো. হালিম চৌধুরী, উপদেষ্টা প্রফেসর ড. মুন্সী মর্তুজা আলী, রফিক আহাম্মেদ মিলু, সহ-সভাপতি আনোয়ারা মঞ্জু, ইফতার কমিটির আহ্বায়ক মো. জিয়াউর রহমান, যুগ্ম আহ্বায়ক একেএম এস রহমান, তৈয়ুবুর রহমান, প্রধান সমন্বয়কারী মো. কামরুজ্জামান, সমন্বয়কারী আশিক রহমান, সদস্য সচিব আবদুল্লাহ যুবায়ের, যুগ্ম সদস্য সচিব সাজিদ হাসান ও কারিবুল ইসলাম, মহিলা সম্পাদিকা আম্বিয়া অন্তরা, সাহিত্য সম্পাদক রওশন হাসান, ফেরদৌসী রহমান, আবু হেনা মোস্তফা রয়েল, আসিফ ইকবাল প্রমুখ।

এছাড়া অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার মো. আমানউল্লাহ, নুরুজ্জামান সর্দার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ যুক্তরাষ্ট্র, মো. মফিজুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক জ্যাকশন হাইট্স বিজনেস অ্যাসোসিয়েশন, জাফর আহম্মদ সহ-সভাপতি ফেনী জেলা সমিতি, এইচএম ইকবাল সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, মনিরুল ইসলাম দিপু সভাপতি কুমিল্লা জেলা সমিতি, তরিকুল ইসলাম বাদল সভাপতি যশোর জেলা সমিতি, ইমরুল কায়েস সাধারণ সম্পাদক ময়মনসিংহ জেলা সমিতি, আব্দুল মালেক সহ-দফতর সম্পাদক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, মো. মনোয়ার হোসেন, মো. সাফায়েত রহমান রোমান, রাসেল রাইয়ান রামিন, ডাক্তার মনিরুল ইসলাম প্রমুখ।

কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউএসএ’র ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সমিতির নিজস্ব ১ম ভবন ৬১ চার্চ এভিনিওতে গত ১৭ এপ্রিল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারে সভাপতিত্ব করেন মওলানা আব্দুল আলিম জিহাদী এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সমিতির সেক্রেটারি মুশাররফ হোসেন সবুজ।

অনুষ্ঠানে সমিতির কার্যকারি কমিটির নেতৃবৃন্দ, সমিতির সদস্য, প্রবাসের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ীসহ অনেকেই উপস্থিত ছিলেন। সুন্দর ও সফল আয়োজনের জন্য সংশিষ্ট সবাইকে ধন্যবাদ সভাপতি ও সাধারণ সম্পাদক।


শেয়ার করুন