৩০ এপ্রিল ২০১২, মঙ্গলবার, ০৩:৫২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘বিশেষ চাহিদা সম্পন্নদের প্রতিভা বিকাশে কোন ধরনের প্রতিবন্ধকতা রাখা যাবে না’ সরকার ও বেসরকারি উদ্যোগে দরিদ্রমুক্ত দেশ গড়ে উঠবে - আসাদুজ্জামান খান কামাল ৭০ শতাংশ মৃত্যু অসংক্রামক রোগে, বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবি ‘বিদেশে দেশবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে স্থানীয় আইনে ব্যবস্থা নিন’ ভূল স্বীকার করে সরে দাড়ানোয় একজনের বহিস্কারাদেশ প্রত্যাহার বাফেলোতে সন্ত্রাসীদের গুলিতে দুই বাংলাদেশী নিহত ‘শেরে বাংলা আপাদমস্তক একজন পারফেক্ট বাঙালি ছিলেন’ বিএনপির বহিস্কৃতদের জন্য সুখবর! মে দিবসে নয়পল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ উপজেলা নির্বাচনে অংশ নেয়ার জের, বিএনপির বহিস্কার ৭৬


জার্মানীতে শাবিপ্রবির প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী
ইশতিয়াক সিদ্দিকী, জার্মানী থেকে:
  • আপডেট করা হয়েছে : ০৯-০৬-২০২৩
জার্মানীতে শাবিপ্রবির প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী


জার্মানীতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক শিক্ষার্থীদের সবচেয়ে বড় মিলনমেলা “সাস্টিয়ান রি-ইউনিয়ন ২০২৩” অনুষ্ঠিত হয়। গত ৩ ও ৪ জুন প্রাণের সংগঠন সাস্টিয়ান-ডি ই এর উদ্যোগে জার্মানীর মাটিতে তৃতীয় বারের মত অনুষ্ঠিত হয় এই পুনর্মিলনী।

জার্মনির বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রায় দেড় শতাধিক প্রাক্তন সাস্টিয়ান এবং তাদের পরিবার পরিজন নিয়ে আল্পস পর্বতের কোল ঘেষে অবস্থিত দক্ষিণ জার্মানীর বাডেন ভুটেমবার্গ স্টেটের প্রাকৃতিক সৌর্ন্দযমন্ডিত স্টুটগার্ট শহরে মিলনমেলায় অংশগ্রহণ করে বলে আয়োজক সূত্রে জানা গেছে। ক্যাম্পাসের বিভিন্ন সময়ের স্মৃতিচারণসহ সহপাঠী, সিনিয়র-জুনিয়র ও অতিথিবৃন্দদের আলাপচারিতায় মুখর হয়ে উঠে পুরো অনুষ্ঠান। 

 সূত্রে আরও জানা যায়, ৩ জুন শনিবার দুপুরের সাস্টিয়ান জার্মানির বর্তমান প্রেসিডেন্ট হাফিজ খানের বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় এবারের পুনর্মিলনী। এরপর মধ্যাহ্ন ভোজে দেশীয় পরিবেশে খাবার পরিবেশন করা হয়। অনুষ্ঠানের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সাস্টিয়ান ডি-ইর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ৫ম ব্যাচের ছাত্র ড: নিধু লাল বণিক। বর্তমানে তিনি জার্মান ফেডারেল নিউক্লিয়ার ওয়েস্ট প্রতিষ্ঠানের একজন পরমাণু বিজ্ঞানী হিসেবে কর্মরত। বক্তব্যে তিনি বলেন, দুই দিনব্যাপী সাস্টিয়ানদের মিলনমেলায় নিজেদের হাউজ আফগাবে (হোম ওর্য়াক ), টারমিন (এপয়েন্টমেন্ট) এবং সমস্ত বেরুফলিশ ফেরানভতুর্ং (জব রেসপনসিবিলিটি) ইত্যাদি সব ভুলে প্রাক্তন শিক্ষার্থীরা মেতে উঠেছিল এক অনাবিল আনন্দে। এবারের মিলনমেলায় জার্মানির বিভিন্ন প্রান্ত থেকে আগত সাস্টিয়ানদের উপস্থিতির সংখ্যা গত দুইবারের রেকর্ড ছাড়িয়ে গেল।

 অনুষ্ঠানে অন্যান্য আয়োজনের মধ্যে ছিল ছোটদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা , বড়দের গেম শো, সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নাচ, গানের মধ্য দিয়ে বাঙালি ইতিহাস ঐতিহ্যকে ফুটিয়ে তোলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। 

প্রথমদিনের অনুষ্ঠান শেষে সাস্টিয়ান জার্মানির নতুন কমিটি ঘোষণা করা হয়। দুই বছর মেয়াদী এই কমিটিতে সভাপতি পদে মামুনুর রশীদ ও সাধারণ সম্পাদক পদে রাজর্ষি রায় নির্বাচিত হন। দ্বিতীয়দিনের মধ্যাহ্ন ভোজের পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন অনুষ্ঠানের আহবায়ক ড: নিধু লাল বণিক। সমাপনী বক্তব্যে তিনি অনুষ্ঠান সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানানোর পাশাপাশি আগামী বছর জার্মানীর মিউনিখ শহরে আরো বড় পরিসরে পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনে সাস্টিয়ানদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

শেয়ার করুন