২৯ এপ্রিল ২০১২, সোমবার, ০৬:৫৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সরকার ও বেসরকারি উদ্যোগে দরিদ্রমুক্ত দেশ গড়ে উঠবে - আসাদুজ্জামান খান কামাল ৭০ শতাংশ মৃত্যু অসংক্রামক রোগে, বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবি ‘বিদেশে দেশবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে স্থানীয় আইনে ব্যবস্থা নিন’ ভূল স্বীকার করে সরে দাড়ানোয় একজনের বহিস্কারাদেশ প্রত্যাহার বাফেলোতে সন্ত্রাসীদের গুলিতে দুই বাংলাদেশী নিহত ‘শেরে বাংলা আপাদমস্তক একজন পারফেক্ট বাঙালি ছিলেন’ বিএনপির বহিস্কৃতদের জন্য সুখবর! মে দিবসে নয়পল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ উপজেলা নির্বাচনে অংশ নেয়ার জের, বিএনপির বহিস্কার ৭৬ থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান


এনওয়াই পিডির সাজেন্ট হলেন শেখ মইন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩০-০৮-২০২৩
এনওয়াই পিডির সাজেন্ট হলেন শেখ মইন পুলিশ কমিশনারের কাছ থেকে সার্টিফিকেট গ্রহণ করছেন শেখ মইন এবং (ডানে) বাবা-মায়ের সাথে মইন


নিউইয়র্ক পুলিশ বিভাগে বাংলাদেশি-আমেরিকান পুলিশ কর্মকর্তাদের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। তারা সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে এগিয়ে যাচ্ছেন। কাজের স্বীকৃতি হিসেবে পাচ্ছেন পদোন্নতি। গত ২৫ আগস্ট কুইন্সের কলেজ পয়েন্ট পুলিশ একাডেমি মিলনায়তনের পুলিশ বিভাগে কর্মরত বিভিন্ন পর্যায়ের পদস্থ কর্মকর্তাদের এক প্রমোশন ইভেন্ট অনুষ্ঠিত হয়। এনওয়াপিডির পুলিশ কমিশনার এডওয়ার্ড এ কাবান নতুন পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের হাতে সার্টিফিকেট তুলে দেন। এর মধ্যে সার্জেন, লুটেন্ট, ডেপুটি কমিশনারে পদোন্নতিপ্রাপ্তরা উপস্থিত ছিলেন। নতুন পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা ছাড়াও অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পরিবারসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এনওয়াপিডিতে কর্মরত চার জন বাংলাদেশি আমেরিকান পুলিশ অফিসার সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন। নিউইয়র্কের বাংলাদেশি পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা) নতুন পদোন্নতিপ্রাপ্ত সবাইকে উষ্ণ অভিনন্দন জানান। চার জন সার্জেন্ট হলেন শেখ মইন, তামিম চৌধুরী, মোহাম্মদ রহমান এবং নরেশ পাল।

উল্লেখ্য, শেখ মইন বাংলাদেশি কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, ব্রঙ্কস কাউন্টি কমিউনিটি বোর্ড-১-এর ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট শাহজাহান শেখ, মরিয়ম খানমের কনিষ্ঠ ছেলে। শাহজাহান শেখ তার ছেলের জন্য সব প্রবাসী বাংলাদেশির কাছে দোয়া চেয়েছেন।

শেয়ার করুন