২৭ এপ্রিল ২০১২, শনিবার, ০৬:৫৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
‘ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব, তবে প্রক্রিয়া জটিল’ খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘন্টাব্যাপী সাক্ষাৎ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে - হাবিবুল মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন অনুমান ও অপ্রমাণিত অভিযোগ নির্ভর- পররাষ্ট্র মন্ত্রনালয় ইউরোপে ভারতীয় ৫২৭ পণ্যে ক্যান্সার সৃষ্টিকারি উপাদন শনাক্ত বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি বিএনপির আন্দোলন ঠেকানোই ক্ষমতাসীনদের প্রধান চ্যালেঞ্জ বিএনপিকে মাঠে ফেরাচ্ছে আওয়ামী লীগ উপজেলা নির্বাচন নিয়ে অদৃশ্য চাপে বিএনপি


ইংল্যান্ড পরাস্ত ৯ উইকেটের বড় ব্যবধানে
কিইউ প্রতিশোধে শুরু বিশ্বকাপ
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৬-১০-২০২৩
কিইউ প্রতিশোধে শুরু বিশ্বকাপ


একটু ব্যাতিক্রম ছিল সুচনায়। অনেক বিশ্বকাপেই সুচনা ম্যাচে স্বাগতিকদের খেলার কথা থাকলেও বিশ্বকাপের এ আসরের সুচনা ম্যাচে ভারত খেলেনি। তবে যে উত্তেজনাতে শেষ হয়েছিল আগের বিশ্বকাপের ফাইনাল। সেখান থেকেই যেন শুরু হলো আইসিসি’র ২০২৩ সনের এ মেগাআসর। ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড। এতে মধুর এক প্রতিশোধ নিল কিইউ। হারিয়েছে ইংল্যান্ডকে ৯ উইকেটের বড় ব্যাবধানে। ভারতের কন্ডিশনটা এ দুই দলের জন্য একটু অস্বস্থিকর বরার হলেও সুচনা ম্যাচে যেভাবে খেলেছে, তাতে মনে হচ্ছে এ আসরে রান বন্য বইবে।


তবে ইংল্যান্ডও বাজে খেলেছে তা নয়। টসে হেরে প্রথম ব্যাটিং করে ২৮২/৯ রান সংগ্রহ করেছিল ইংলিশরা রুটের ৭৭ ও বাটলারের ৪৩ রানের সুবাদে। হেনরি নিয়েছিলেন ৩ উইকেট। এরপর নিউজিল্যান্ডের দুই ্টপ অর্ডার কনওয়ে ও রাচিনের জোড়া অপরাজিত সেঞ্চুরীতে ৩৬.২ ওভারেই পৌছে যায় জয়ের লক্ষ্যে। কনওয়ে ১৫২ রানে অপরাজিত ও রাচিনের রান অপরাজিত ১২৩। দ্বিতীয় উইকেটে ২১১ বলে অবিচ্ছিন্ন ২৭৩ রানের জুটি গড়েন কনওয়ে ও রাচিন। বিশ^কাপে যেকোন উইকেটে নিউজিল্যান্ডের পক্ষে এটিই সর্বোচ্চ রানের জুটির রেকর্ড।

ক্যারিয়ার সেরা ইনিংসে ১৯টি চার ও ৩টি ছক্কায় ১২১ বলে ১৫২ রানে অপরাজিত থাকেন কনওয়ে। ৯৬ বল খেলে ১১টি চার ও ৫টি ছক্কায় অনবদ্য ১২৩ রান করেন রাচিন।   

সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড : ২৮২/৯, ৫০ ওভার (রুট ৭৭, বাটলার ৪৩, হেনরি ৩/৪৮)।
নিউজিল্যান্ড : ২৮৩/১, ৩৬.২ ওভার (কনওয়ে ১৫২*, রবীন্দ্র ১২৩*, কারান ১/৪৭)
ফল : নিউজিল্যান্ড ৯ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: রাচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড)

শেয়ার করুন