২৭ এপ্রিল ২০১২, শনিবার, ০৯:২১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মে দিবসে নয়পল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ উপজেলা নির্বাচনে অংশ নেয়ার জের, বিএনপির বহিস্কার ৭৬ থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান ‘ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব, তবে প্রক্রিয়া জটিল’ খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘন্টাব্যাপী সাক্ষাৎ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে - হাবিবুল মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন অনুমান ও অপ্রমাণিত অভিযোগ নির্ভর- পররাষ্ট্র মন্ত্রনালয় ইউরোপে ভারতীয় ৫২৭ পণ্যে ক্যান্সার সৃষ্টিকারি উপাদন শনাক্ত বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি


সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার বিয়ানীবাজার নির্বাচন কমিশনের
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৮-১০-২০২৩
সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার বিয়ানীবাজার নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ


প্রবাসের অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির নির্বাচন আগামী ২২ অক্টোবর। নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনের। প্রধান নির্বাচন কমিশনার মহিউদ্দিন। সদস্যরা হলেন-মোহাম্মদ আব্দুন নুর, ছালেহ আহমদ মনিয়া, হেলাল আহমদ ও নুরুল ইসলাম। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ৭ হাজার ৬৭৯। ভোটকেন্দ্র ৮৮ ০৩ ১০১ অ্যাভিনিউ ওজনপার্ক। সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে। ১৬টি মেশিনে ভোট হবে। ২২ অক্টোবরের নির্বাচন পরিচালনা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার মহিউদ্দিন দেশ পত্রিকার সঙ্গে আলাপে বলেন, নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও ঝামেলা মুক্ত করার জন্য নির্বাচন কমিশন বদ্ধপরিকর। নির্বাচন হবে উৎসবমুখর পরিবেশে। সে লক্ষ্যেই কমিশন কাজ করে যাচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন চলাকালীন সময়ে দায়িত্ব পালনে কুণ্ঠাবোধ করবেন না। সবাইকে নির্বাচন কমিশনের দেওয়া তফসিল অনুযায়ী নিয়ম মেনে ভোট প্রদানে অনুরোধ জানান তিনি। তিনি বলেন, ভোটকেন্দ্রে ভোট চলাকালীন সময়ে কোনো ধরনের বিশৃঙ্খলা, ভোটের পরিবেশ বিঘ্নিত করা অথবা যে কোনো অপপ্রয়াসে নির্বাচন কমিশন অনুকম্পা প্রদর্শন করবে না। ভোটাররা যাতে ভোট প্রদানে স্বাচ্ছন্দ্যবোধ ও নির্বিঘ্নে ভোট দান করতে পারেন, কমিশন এ ব্যাপারে বদ্ধপরিকর। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোটকেন্দ্রে নির্বাচনী আচরণ ও নিয়মের কোনো ব্যত্যয় হবে না। প্রধান নির্বাচন কমিশনার মহিউদ্দিন কমিশনের পক্ষে সব প্রার্থী, তাদের সমর্থক, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিয়ানীবাজার সমিতির নির্বাচনে সংগঠনের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে একটি নিটোল পরিবেশে সুন্দর নির্বাচন যাতে অনুষ্ঠিত হয়, সেজন্য নির্বাচন কমিশন সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করছেন।

শেয়ার করুন