২৯ এপ্রিল ২০১২, সোমবার, ০২:৪৯:৩৮ পূর্বাহ্ন


বাইডেনের টেক্সাসের প্রাথমিক বিদ্যালয়ের হত্যাকাণ্ডের স্থান পরিদর্শন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৩-০৬-২০২২
বাইডেনের টেক্সাসের প্রাথমিক বিদ্যালয়ের হত্যাকাণ্ডের স্থান পরিদর্শন ২১টি সাদা ফুলের তোড়া নিয়ে, রব এলিমেন্টারি স্কুলের স্মৃতিসৌধে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্টলেডি জিল বাইডেন


গত সপ্তাহে টেক্সাসের উভালডের একটি স্কুলে নির্বিচারে গুলিবর্ষণের ঘটনায় ১৯ শিার্থী ও দুই শিক নিহত হবার পর, ওই ঘটনায় নিহতদের আত্মীয় ও বেঁচে যাওয়া ব্যক্তিদের প্রতি সহানুভ‚তি জানাতে প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্টলেডি জিল বাইডেন গত ২৯ মে উভালডে সফর করছেন।

উভালডের রব এলিমেন্টারি স্কুলে ১৮ বছর বয়সী এক বন্দুকধারী চতুর্থ শ্রেণির শ্রেণিকে ঢুকে গুলিবর্ষণ করে। ওই ঘটনায় সবচেয়ে বেশি তিগ্রস্তদের সাথে কথা বলার জন্য বাইডেন এবং তার স্ত্রী কয়েক ঘণ্টা দণি-পশ্চিমাঞ্চলীয় ছোট ওই শহরটিতে থাকেন। এরপর বাইডেন একটি ক্যাথলিকরা সমাবেশে যোগ দেন।

এই মাসে দ্বিতীয়বারের মতো বাইডেন এবং যুক্তরাষ্ট্র এই ধরনের গণহত্যার মুখোমুখি হলো। তিনি এর আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলোতে গিয়েছিলেন, যেখানে একজন শ্বেতাঙ্গ আধিপত্যবাদী একটি মুদি দোকানে ১০ জন কৃষ্ণাঙ্গকে গুলি চালিয়ে হত্যা করে।


শেয়ার করুন