২৯ এপ্রিল ২০১২, সোমবার, ০২:৫৩:৫৪ অপরাহ্ন


উত্তাল কলম্বো
১৩ জুলাই পদত্যাগ করবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১০-০৭-২০২২
১৩ জুলাই পদত্যাগ করবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট


শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। আগামী ১৩ জুলাই তিনি পদত্যাগ করবেন বলে দেশটির স্পিকার জানিয়েছে। এর আগে জনরোষের মুখে প্রেসিডেন্ট প্রসাদ থেকে পালায়ন করেন তিনি। অবশ্য বিভিন্নসুত্রের খবরে বলা হয়েছিল তাকে তার নিরাপত্বাকর্মীরা নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন।

রাজধানী কলম্বোতে মানুষ প্রতিনিয়ত অগ্নিমুর্তি ধারন করছে। প্রেসিডেন্টের ভবনে ঢুকে সবস্থানে দখল নেয় তারা। সুইমিংপুলে নেমে ও বাড়ীর বিভিন্নস্থানে আনন্দ প্রকাশ করতে দেখা যায়। 


এদিকে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বাড়ীতে আগুন দেয়া হয়েছে। গত রাতে সেখানে আগুন জ্বলতে দেখা যাওয়ার মত ছবি প্রকাশ করে সংবাদ মাধ্যম। 

 

শেয়ার করুন