৩০ এপ্রিল ২০১২, মঙ্গলবার, ১১:২৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘বিশেষ চাহিদা সম্পন্নদের প্রতিভা বিকাশে কোন ধরনের প্রতিবন্ধকতা রাখা যাবে না’ সরকার ও বেসরকারি উদ্যোগে দরিদ্রমুক্ত দেশ গড়ে উঠবে - আসাদুজ্জামান খান কামাল ৭০ শতাংশ মৃত্যু অসংক্রামক রোগে, বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবি ‘বিদেশে দেশবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে স্থানীয় আইনে ব্যবস্থা নিন’ ভূল স্বীকার করে সরে দাড়ানোয় একজনের বহিস্কারাদেশ প্রত্যাহার বাফেলোতে সন্ত্রাসীদের গুলিতে দুই বাংলাদেশী নিহত ‘শেরে বাংলা আপাদমস্তক একজন পারফেক্ট বাঙালি ছিলেন’ বিএনপির বহিস্কৃতদের জন্য সুখবর! মে দিবসে নয়পল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ উপজেলা নির্বাচনে অংশ নেয়ার জের, বিএনপির বহিস্কার ৭৬


দারুল উলুম মাদরাসায় মেয়র এরিক অ্যাডামস
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৭-১০-২০২২
দারুল উলুম মাদরাসায় মেয়র এরিক অ্যাডামস মেয়রের হাতে ক্রেস্ট তুলে দেয়া হচ্ছে


আমি নিউইয়র্কে মুসলিম সম্প্রদায়ের অধিকার রক্ষা করতে বদ্ধপরিকর। গত ২১ অক্টোবর জুমার নামাজের আগে জ্যামাইকার দারুল উলুম মাদরাসা পরিদর্শনকালে নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস এ কথা বলেন। মেয়র এরিক অ্যাডাসকে স্বাগত জানান দারুল উলুম মাদরাসার প্রেসিডেন্ট সর্দার বরকত উল্যাহ। মোহাম্মদ শহীদুল্লাহর উপস্থানায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিতি ছিলেন কাউন্সিলম্যান ডেভেডি উইপ্রিন, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী এবং মূলধারার রাজনীতিবিদ ফখরুল ইসলাম দেলোয়ার, মূলধারার রাজনীতিবিদ তৈয়বুর রহমান হারুণ, কমিউনিটি অ্যাকটিভিস্ট শাহরিয়ার প্রমুখ।

অনুষ্ঠানে মেয়র এরিক অ্যাডামস বলেন, আমি আপনাদের এখানে এসেছি আপনাদের সাপোর্ট করতে। তা ছাড়া নির্বাচনের সময় আপনারা আমার পাশে ছিলেন সে জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে। তিনি আরো বলেন, নিউইয়র্কে আমি মুসলিম কমিউনিটির অধিকার রক্ষায় বদ্ধপরিকর। যে কারণে আমি একজন মুসলিম উপদেষ্টা নিয়োগ দিয়েছি। আমার উপদেষ্টা হচ্ছেন মোহাম্মদ বাহে। তিনি আরো বলেন, আমি সব সময় মুসলিম কমিউনিটির পাশে রয়েছি এবং আপনাদের জন্য আমরা দরজা সবসময় খোলা। যে কোন প্রয়োজনে আপনারা আমার কাছে আসতে পারেন।

অনুষ্ঠানে মেয়র এরিক অ্যাডামসকে দারুল উলুম মাদরাসার পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। মসজিদের প্রেসিডেন্ট এবং কর্মকর্তারা মেয়রের হাতে ক্রেস্ট তুলে দেন।

শেয়ার করুন