২৭ এপ্রিল ২০১২, শনিবার, ১১:১৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব, তবে প্রক্রিয়া জটিল’ খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘন্টাব্যাপী সাক্ষাৎ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে - হাবিবুল মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন অনুমান ও অপ্রমাণিত অভিযোগ নির্ভর- পররাষ্ট্র মন্ত্রনালয় ইউরোপে ভারতীয় ৫২৭ পণ্যে ক্যান্সার সৃষ্টিকারি উপাদন শনাক্ত বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি বিএনপির আন্দোলন ঠেকানোই ক্ষমতাসীনদের প্রধান চ্যালেঞ্জ বিএনপিকে মাঠে ফেরাচ্ছে আওয়ামী লীগ উপজেলা নির্বাচন নিয়ে অদৃশ্য চাপে বিএনপি


নিউমার্কেট ঘটনায় নিহত হলেন আরেকজন
শিক্ষার্থীদের দাবী মেনে শান্তি চান ব্যাবসায়ীরা
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২১-০৪-২০২২
শিক্ষার্থীদের দাবী মেনে শান্তি চান ব্যাবসায়ীরা নিউমার্কেট এলাকার সংঘর্ষে নিহত মুরসালীন, ছবি/সংগৃহীত


ঢাকা কলেজের সঙ্গে নিউমার্কেট ও ওই এলাকার ব্যবসায়ীদের সংঘর্ষের সমাধান হওয়ার চেষ্টা হয়েছে। বুধবার গভীর রাতে অর্থাৎ রাত সাড়ে তিনটার দিকে অনুষ্ঠিত এক বৈঠকে একটা সমঝোতার কথা বেরিয়েছে। সেখানে সাংবাদিক সম্মেলনে ছাত্রদের যে দাবীগুলো উত্থাপিত হয়েছে, সেগুলোর প্রায় সব মেনে ব্যবসায়ীরা সমঝোতায় আসতে চাচ্ছে বলে জানা গেছে। ব্যাবসায়ীরা বলেছে ‘আর কোনো সংঘাত নয়।’ 

এর পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার থেকেই ব্যবসায়ীরা তাদের দোকানপাট খুলতে চাচ্ছে কিন্তু এর মধ্যেও বড় ধরনের ভীতি কাজ করছে। আপাতত পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। শুধু ব্যবসাপ্রতিষ্ঠান খুললেই হবে না- গত ক’দিন যে অবস্থার সৃষ্টি হয়েছে, ওই এলাকাতে সাধারণ ক্রেতারা এই মুহূর্তে কেনাকাটার জন্য সেখানে যাবেন কিনা সেটা নিয়ে একটা দ্বিধা দ্বন্দ্ব রয়েছে।  এদিকে বৈঠকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, স্বরাষ্ট্র মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়, ব্যবসায়ী মালিক সমিতি, ঢাকা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানা গেছে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে- আহত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে সমবেদনা ও আর্থিক সহায়তা দেবেন নিউ মার্কেট ব্যবসায়ী মালিক সমিতি।

 অ্যাম্বুলেন্সে হামলার ঘটনায় পুলিশ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

 নিউমার্কেট থানা ওসির বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহন। 

 মার্কেটে প্রতিটি কর্মকর্তা-কর্মচারীদের আচরণ ঠিক করতে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহন। এছাড়াও কেনাকাটা করতে যাওয়া নারীদের হয়রানি বন্ধে মনিটরিং ব্যবস্থা জোরদার করবে মালিক সমিতি এবং দোকান মালিক সমিতি তাদের কর্মচারীদের ডিজিটাল আইডি কার্ড নিশ্চিত করবে।

 এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কলেজ প্রশাসন শিক্ষার্থী-ব্যবসায়ী মালিক সমিতি প্রতিনিধি টিম গঠন করা হবে।

এদিকে ব্যবসা প্রতিষ্ঠান খোলার একটা সিদ্ধান্তে গতকাল বুধবার দুপুরের পর থেকে দোকানপাট খোলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু বিকেলে হঠাৎ করে ঢাকা কলেজের সামনে ককটেল বিস্ফোরণ ঘটলে আবার চারদিকে ভীতি ছড়িয়ে পড়ে। 

নিউমার্কেট ঘটনায় নিহত হলেন আরেকজন

নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষের প্রাণ হারিয়েছিলেন নাহিদ নামের এক সাধারণ পথচারী। যদিও পরে জানা গেছে, তিনি একজন কুরিয়ার সার্ভিসের কর্মচারী। তার মৃত্যুর পর আরেক দোকান শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটলো। মোরসালিন নামে ২৬ বছর বয়স দুই সন্তানের বাবা, মারা গেছেন।

বৃহস্পতিবার ভোর চারটা সাড়ে চারটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরের সময় ওই এলাকার নুরজাহান মার্কেট এর সামনে ইটের আঘাতে আহত হয় মুরসালিন। দুই যুবক তাকে অজ্ঞান অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যান এবং ভর্তি করেন। কিন্তু তার অবস্থার উন্নতি ঘটেনি। শেষ পর্যন্ত সেখানেই মৃত্যু হলো তার। মুরসালীনের বাড়ি কুমিল্লা দাউদকান্দি উপজেলার কালাই নবগ্রামে। যদিও বর্তমানে কামরাঙ্গীরচর এলাকায় স্ত্রী, দুই সন্তান নিয়ে তিনি স্বপরিবারে থাকতেন। 

তার স্ত্রী জানান নিউমার্কেট একটি শার্টের দোকানে চাকরি করতেন মুরসালীন, মাসে ৯০০০ টাকা    বেতনে। সেই টাকা দিয়ে তাদের সংসার চলত। সর্বশেষ, মঙ্গলবার সকালে কর্মস্থলের উদ্দেশ্যে বাসা ছেড়েছিলেন তিনি। 

শেয়ার করুন