২৬ এপ্রিল ২০১২, শুক্রবার, ০৯:৪০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
‘ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব, তবে প্রক্রিয়া জটিল’ খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘন্টাব্যাপী সাক্ষাৎ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে - হাবিবুল মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন অনুমান ও অপ্রমাণিত অভিযোগ নির্ভর- পররাষ্ট্র মন্ত্রনালয় ইউরোপে ভারতীয় ৫২৭ পণ্যে ক্যান্সার সৃষ্টিকারি উপাদন শনাক্ত বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি বিএনপির আন্দোলন ঠেকানোই ক্ষমতাসীনদের প্রধান চ্যালেঞ্জ বিএনপিকে মাঠে ফেরাচ্ছে আওয়ামী লীগ উপজেলা নির্বাচন নিয়ে অদৃশ্য চাপে বিএনপি


সংবাদ বিশ্লেষন
কি হচ্ছে বাংলাদেশে?
সালেক সুফী
  • আপডেট করা হয়েছে : ২৬-০৪-২০২২
কি হচ্ছে বাংলাদেশে? বসবাসের অযোগ্য শহরে সামান্য একটু মাঠ রক্ষার জন্য এখন সাধারন মানুষের লড়াই,ছবি/সংগৃহীত


দিন কয়েক আগে নিউমার্কেট এলাকায় প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীরা কুপিয়ে মানুষ হত্যা করে। খবরে প্রকাশ তারা নাকি ছাত্রলীগ নামধারী। পুলিশ কিন্তু দূরে ছিল না। এরপরের ঘটন এটি। খেলার মাঠে পুলিশের থানা বানানোর প্রতিবাদ করে গৃহবধূ এবং তার কিশোরে সন্তানকে থানায় ১৩ ঘন্টা আটকে রাখে।

কিছুদিন আগে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহান নেতা জেলখানায় নিহত প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী সৈয়দ তাজউদ্দীন আহমেদের পুত্র সোহেল তাজ কিছু দাবি নিয়ে সড়কে প্রতিবাদ করলেন।  মনে প্রাণে বাংলাদেশী হয়ে এবং বঙ্গবন্ধুর আদর্শে বাংলাদেশকে ভালোবেসে আমি এগুলো মেনে নিতে পারছি না।

কয়েক বছর আগেই যখন আমাদের বুয়েট ক্যাম্পাসে শেরে বাংলা হলে আবরার হত্যা করলো ছাত্রলীগে তখন দেশে উপস্থিত থাকায় প্রতিবাদ করেছি।  

৭১ টেলিভশন টক্ শোতে জোরালো প্রতিবাদ করেছি।  কেন সরকারি দোল এবং অঙ্গ সংগঠন অসহিষ্ণু হয়ে পড়েছে। সিসিটিভি ফুটেজ এবং পত্রিকার রিপোর্ট দেখে লজ্জা হচ্ছে একসময় নিজেও বুয়েটে ছাত্র লীগ রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। 

যাহোক আমি খেলার মাঠের মানুষ। নিজে ঢাকা শহরের বিভিন্ন মাঠে খেলেছি।  আমি কখনো চাইবো না কংক্রিটের বস্তি ঢাকা শহরে জাতগুলো খেলার মাঠ আছে সেগুলো ক্রমান্বয়ে চোর দখলের মতো দখল হয়ে যাক। আমি মাঠ দখলের প্রতিবাদ করার জন্য ওই ভত্র মহিলাকে এবং তার কিশোর সন্তানকে গ্রেপ্তার করার জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার পদত্যাগ দাবি করছি। 

নিউ মার্কেট ঘটনা প্রসঙ্গে বলবো নিউ মার্কেট এলাকার ঘটনায় বিএনপি নেতার সম্পৃক্ততা আছে কিনা জানি না।  যদি থেকেই থাকে তাহলে কি ছাত্রলীগ নামধারী ক্যাডাররা তার নির্দেশে সেখানে মানুষ খুন করেছে? 

সোহেল তাজের প্রতিবাদের সাথে আমি সহমত। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরিচালিত হয়েছে বঙ্গবন্ধুর অবর্তমানে তাজের পিতা শ্রদ্ধেয় সৈয়দ তাজউদ্দীন আহমেদ মহোদয়ের নিয়ন্ত্রণে। অবশ্যই সায়েদ নজরুল ইসলাম , ক্যাপ্টেন মনসুর আলী , কামরজ্জামান সহ ( খুনি খন্দকার মোস্তাক ছাড়া) সবার অবদান ছিল। কিন্তু বর্তমান সরকার বঙ্গবন্ধুকে বড় দেখতে যেয়ে অন্য সবার অবদানকে খাটো করে ফেলছে। নিজেরাই বার বার বঙ্গবন্ধুকে হত্যা করছে। 

বর্তমান সরকার নিজেরাই দেশকে শাসন ব্যাবস্থাকে বিড়ানীতিকরণ করে আমলা আর ব্যাবসায়ীদের অবাধ লুন্ঠনের স্বর্গ  রাজ্যে বানিয়ে দিচ্ছে। আমি ঈশান  কোনে  মেঘ দেখে ভয় পাচ্ছি।  বঙ্গবন্ধু কন্যা কি ক্রমেই নিয়ন্ত্রিন হয়ে পড়ছেন? তাঁকে সঠিক উপদেশ দেয়ার মতো কি কেউ নেই চার পাশে?


শেয়ার করুন