২৮ এপ্রিল ২০১২, রবিবার, ০১:৫২:০৭ অপরাহ্ন
শিরোনাম :


চট্টগ্রাম সমিতির মহান বিজয় দিবস উদযাপন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০-১২-২০২৩
চট্টগ্রাম সমিতির মহান বিজয় দিবস উদযাপন বক্তব্য রাখছেন মাকসুদুল হক চৌধুরী


চট্টগ্রাম সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে গত রোববার ১৭ ডিসেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম ভবনে। সংগঠনের সাবেক সভাপতি এবং অন্তর্বর্তীকালীন কমিটির সিনিয়র সদস্য মনির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি ও সাবেক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ হানিফ, ট্রাস্টি বোর্ডের সাবেক কো চেয়ারম্যান ও বাংলাদেশ সোসাইটির সোসাইটির ট্রাস্টি বোর্ড মেম্বার মোহাম্মদ শাহজাহান সিরাজী, বীর মুক্তিযোদ্ধা, সাবেক নির্বাচন কমিশনার রুহুল আমিন হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী। অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য মীর কাদের রাসেলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য মাকসুদুল হক চৌধুরী, আহসান হাবীব, লুরুল আনোয়ার, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, মোহাম্মদ আবু তাহের, সাবেক সিনিয়র সহ-সভাপতি মাসুদ সিরাজী ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রবাসের প্রিয় সংগীতশিল্পী রাজীব ভট্টাচার্য। 

সভায বক্তারা স্বাধীনতা সংগ্রামের সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে বলেন, বিজয়ের ৫২তম দিবসেও আমরা এখনো পুরোপুরি স্বাধীন নয়, বাংলাদেশকে বিজয়ের লক্ষ্যে পৌঁছাতে হলে দল-মতের ঊর্ধ্বে উঠে সকল রাজনৈতিক সমস্যার সমাধানে সকল স্তরের নাগরিকদের এগিয়ে আসতে হবে।

শেয়ার করুন