২৮ এপ্রিল ২০১২, রবিবার, ০১:৩৯:০২ অপরাহ্ন
শিরোনাম :


ওয়ার্ল্ড হিউম্যান ডেভেলপমেন্টের প্রতিবাদ সমাবেশ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৯-০৬-২০২২
ওয়ার্ল্ড হিউম্যান ডেভেলপমেন্টের প্রতিবাদ সমাবেশ ওয়ার্ল্ড হিউম্যান ডেভেলপমেন্টের প্রতিবাদ সমাবেশ


ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভেলপমেন্ট ইউএসএ ইন্কের উদ্যোগে গত ৩ জুন প্রতিবাদ ও শোকসভার আয়োজন করা হয়। জ্যাকসন হাইটস্থ ডাইভার সিটি প্লাজায় টেক্সাসের এলিমেন্টারি স্কুলের শিশুদের ওপর বর্বরোচিত হামলার বিরুদ্ধে তথা বর্তমানে অস্ত্র আইন ও বেইল রিফর্ম আইন সংশোধন করে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জীবনের নিরাপত্তা বিধান করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

শিশু নির্যাতন, শিশুদের ওপর হামলা, বোমা, গুলিবর্ষণ, যৌন নির্যাতন বিশ্বের সর্বত্র বিরাজমান। ট্রেক্সাসের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বন্দুক আক্রমণ হয়েছে। আরো অনেক স্কুলে এমন নির্মম আক্রমণে কোমলমতি শিশু মৃত্যুর কোলে ঢলে পড়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে হেইট ক্রাইম ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে পূর্বের তুলনায় ৬৩ শতাংশ অধিকতর বৃদ্ধি পেয়েছে। মানসিক বিকাশ, অর্থনৈতিক সমস্যা, সামাজিক অবমূল্যায়ন প্রধান সমস্যা। বিশেষ করে যে ঘরে অপ্রাপ্ত শিশু রয়েছে তাদেরকে অস্ত্র কেনার অনুমতি থেকে সরকারকে বিরত থাকতে হবে। লাইসেন্সবিহীন অত্র কোনো নাগরিক বহন করতে পারবেন না। উপরোক্ত সিদ্ধান্তে সকল বক্তাগণ একমত পোষণ করেন। সভায় সভাপতির বক্তব্য প্রদান করেন ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভেলপমেন্টের সভাপতি, প্রেসিডেন্ট সিফাল মেডেল পদকপ্রাপ্ত শাহ্ শহীদুল হক (সাঈদ), তিনি বলেন, Globally, Its is estimate that, up to 1 (one) billion children were physical, sexual, or emotional violence at the age of 2-17 in the past year. we are mourn, we are shocked in Texas tragedy. now the time for change.”

প্রধান অতিথির বক্তব্যে ডেমোক্রেট লিডার এলিজাবেদ ক্রাউলী বলেন, শিশুরা আমাদের ভবিষ্যৎ, শিশু অধিকার, নিরাপত্তা সরকারকে বহন করতে হবে। আমি অত্র আইনের পক্ষে, মানবতা সবার উপরে। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন মুন্সীগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা মনিরুজ্জামান শামীম, প্রাক্তন সভাপত শাহাদাত হোসেন, ছায়ার প্রতিনিধি অরগেন সেপরা, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জয়, মহিলা বিষয়ক সম্পাদিকা আসমা বেগম, সদস্যা পারুল আকতার। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। অতঃপর ছোট, ছোট শিশুদের নিয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে টেক্সাসের শিশুদের উদ্দেশে শোক প্রকাশ করা হয়। সর্বশেষে উপস্থিত শিশুদের মধ্যে চকোলেট, জুস উপহার দিয়ে আগত সকল অতিথিসহ সকল সংবাদমাধ্যমকে ধন্যবাদ জ্ঞাপন করে সভাপতি শোক ও প্রতিবাদ সভার সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন