২৬ এপ্রিল ২০১২, শুক্রবার, ০৮:৫৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
‘ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব, তবে প্রক্রিয়া জটিল’ খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘন্টাব্যাপী সাক্ষাৎ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে - হাবিবুল মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন অনুমান ও অপ্রমাণিত অভিযোগ নির্ভর- পররাষ্ট্র মন্ত্রনালয় ইউরোপে ভারতীয় ৫২৭ পণ্যে ক্যান্সার সৃষ্টিকারি উপাদন শনাক্ত বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি বিএনপির আন্দোলন ঠেকানোই ক্ষমতাসীনদের প্রধান চ্যালেঞ্জ বিএনপিকে মাঠে ফেরাচ্ছে আওয়ামী লীগ উপজেলা নির্বাচন নিয়ে অদৃশ্য চাপে বিএনপি


হায়রামের জন্য জাকির চৌধুরীর ফান্ড রেইজিং
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৬-০৬-২০২২
হায়রামের জন্য জাকির চৌধুরীর ফান্ড রেইজিং বক্তব্য রাখছেন হায়রাম মনসুরাত


ডিস্ট্রিক্ট ৩৫ থেকে অ্যাসেম্বলিম্যান পদে নির্বাচন করছেন বাংলাদেশিদের বন্ধু হিসেবে পরিচিত হায়রাম মনসুরাত। তার জন্য ফান্ড রেইজিংয়ের আয়োজন করেছিলেন ইয়র্ক হোল্ডিং রিয়েলেটির প্রেসিডেন্ট, বিশিষ্ট ব্যবসায়ী এবং রাজনীতিবিদ জাকির এইচ চৌধুরী। ফান্ড রেইজিং অনুষ্ঠানটি গত ১২ জুন সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত হয়। জাকির এইচ চৌধুরীর সভাপতিত্বে এবং অ্যাডভোকেট রেজওয়ানা রাজ্জাক সেতুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও মূলধারার রাজনীতিবিদ মজিব উর রহমান, ডা. শাহনাজ, হেলালুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, বাংলাদেশ ল’ সোসাইটির সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন, নূর মোহাম্মদ, অ্যাডভোকেট নূরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী সরকার ইসলাম, কাজী আসাদ, ভিপি জসীম, মুশফিকুর, সাঈদা আক্তার, মোফাজ্জল হোসেন, আশরাফ খোকন চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে হায়রাম মনসুরাত বলেন, আপনারা আমার পাশে থাকলে আমি অবশ্যই জয়লাভ করবো। এবারের নির্বাচনে আমার আগ্রাধিকার হচ্ছেন বাংলাদেশিরা ভোটাররা। আমি দীর্ঘদিন ধরেই বাংলাদেশি কমিউনিটির পাশে রয়েছি। আমি আপনাদের নতুন বন্ধু নয়, পুরাতন বন্ধু। আপনারা জানেন নিউইয়র্ক সিটির বর্তমান অবস্থা। গ্যাসের মূল্যসহ সব জিনিসপত্রের দাম বেড়েছে। যে কারণে নির্বাচনী ব্যয়ও বৃদ্ধি পেয়েছে। সুতরাং আমার অর্থের প্রয়োজন। তিনি বলেন, আমি ১৮ বছর আগে কাউন্সিলম্যান ছিলাম। আপনাদের কর্মী হিসেবে কাজ করেছি। বিচারক সোমা সাঈদের পক্ষে আমি কাজ করেছি। আমাদের কারণেই তিনি প্রথম বাংলাদেশি এবং মুসলিম বিচারক নির্বাচিত হয়েছেন। তিনি আরো বলেন, আপনারা জানেন আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। মেশিনও আমাদের বিরুদ্ধে। তবে আমরা এতে বিচলিত নয়। আমরাই এখন মেজরিটি। আপনাদের নিয়েই আমি বিজয় উত্সব করবো। তিনি বলেন, ১৮ জুন থেকে ২৬ জুন পর্যন্ত অগ্রিম ভোট এবং চ‚ড়ান্ত ভোট ২৮ জুন। অনুষ্ঠান আয়োজন করার জন্য জাকির এইচ চৌধুরীকে ধন্যবাদ জানান।

জাকির এইচ চৌধুরী বলেন, হায়রাম মনসুরাত জয়ী হবার জন্য মাত্র ৬ হাজার ভোটের প্রয়োজন। যে কারণে আমাদের সবার ভোট দেয়া উচিত। তিনি বলেন, হায়রাম মনসুরাত দীর্ঘদিন ধরেই আমাদের পরীক্ষিত বন্ধু। যে কোন সময় যে কোনো প্রয়োজনে ফোন করলে সে আপনাদের পাশে থাকবে। এ ছাড়াও বিগত নির্বাচনগুলোতে তিনি বাংলাদেশিদের পাশে ছিলেন এবং আগামীতেও আমাদের পাশে থাকবেন। তিনিই আলবেনীতে আমাদের প্রতিনিধি হবেন। তিনি সবাইকে ভোট দেয়ার জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে অন্য বক্তাও হায়রাম মনসুরাতকে ভোট দেয়ার আহ্বান জানান।

শেয়ার করুন