২৭ এপ্রিল ২০১২, শনিবার, ০১:৪৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
‘ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব, তবে প্রক্রিয়া জটিল’ খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘন্টাব্যাপী সাক্ষাৎ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে - হাবিবুল মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন অনুমান ও অপ্রমাণিত অভিযোগ নির্ভর- পররাষ্ট্র মন্ত্রনালয় ইউরোপে ভারতীয় ৫২৭ পণ্যে ক্যান্সার সৃষ্টিকারি উপাদন শনাক্ত বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি বিএনপির আন্দোলন ঠেকানোই ক্ষমতাসীনদের প্রধান চ্যালেঞ্জ বিএনপিকে মাঠে ফেরাচ্ছে আওয়ামী লীগ উপজেলা নির্বাচন নিয়ে অদৃশ্য চাপে বিএনপি


বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ ১-১
চেনা উইকেটে ব্যটিং ব্যর্থতায় হার, সিরিজ ড্র
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৯-১২-২০২৩
চেনা উইকেটে ব্যটিং ব্যর্থতায় হার, সিরিজ ড্র ব্যাটের উপর বলের প্রধান্য, এটাই ছিল ম্যাচের সারাক্ষনের চিত্র/ছবি সংগৃহীত


বাংলাদেশী ব্যাটসম্যানদের চীর পরিচিত ও প্রিয় উইটেক পেয়েও জয় পেতে ব্যর্থ হলো নিউজিল্যান্ডের বিপক্ষে। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয়টি হচ্ছিল মিরপুর শেরেবাংলায়। বৃষ্টি বিঘ্নিত এ ম্যাচের প্রথম দিনে ১৫ উইকেটের পতনে বিস্মিত হন সবাই। একটা টেষ্ট ম্যাচের প্রথম দিনের যদি হয় ওই চিত্র তাহলে এর পরের অবস্থা কী দাড়াতে পারে। কিন্তু এ ম্যাচেও বাংলাদেশ দল ব্যর্থ।

শেষ পর্যন্ত চেনা উইকেটে ব্যর্থতার ষোলকলাপূর্ণ করে হেরে যায় ৪ উইকেটে।


প্রথম ব্যাটিং করতে নেমে সবে ১৭২ রান করেই অলআউট। জবাবে খেলতে নেমে ওইদিনই হারিয়েছিল কিউইরা ৫ উইকেট। এরপর ওই ইনিংসে ১৮০ রান করে অলআউ হয়, যার অর্থ কোনোক্রমে নেন তারা লীড।


এরপর খেলতে নামা বাংলাদেশী ব্যাটসম্যানরা ক্রিজেই দাড়াতে পারছিলেণ না যেন। একের পর এক আউট হতে থাকলে দ্বায়িত্ব নিয়ে ক্রিজ আগলাতে পারেননি কেউই। ফলে শেষ হয়ে যায় দ্বিতীয় ইনিংস ১৪৪ রানে। এরপর খেলতে নেমে ১৩৯/৬ রান করে জিতে যায় ম্যাচ অনায়াসে। যদিও কিছুটা দুশ্চিন্তা ছিল তাদের। কিন্তু গ্লেন ফিলিপস ৪০ রানের অপরাজিত এক ইনিংস খেলে দলকে জয় উপহার দেন। যাতে করে সিরিজে হার এড়াতে সক্ষম হয় নিউজিল্যান্ড। সিরিজ ১-১ ড্র। 


উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচ জিতেছিল বাংলাদেশ সিলেটে।

শেয়ার করুন