২৬ এপ্রিল ২০১২, শুক্রবার, ০২:১৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
‘ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব, তবে প্রক্রিয়া জটিল’ খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘন্টাব্যাপী সাক্ষাৎ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে - হাবিবুল মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন অনুমান ও অপ্রমাণিত অভিযোগ নির্ভর- পররাষ্ট্র মন্ত্রনালয় ইউরোপে ভারতীয় ৫২৭ পণ্যে ক্যান্সার সৃষ্টিকারি উপাদন শনাক্ত বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি বিএনপির আন্দোলন ঠেকানোই ক্ষমতাসীনদের প্রধান চ্যালেঞ্জ বিএনপিকে মাঠে ফেরাচ্ছে আওয়ামী লীগ উপজেলা নির্বাচন নিয়ে অদৃশ্য চাপে বিএনপি


টেষ্ট দলের ক্যাপ্টেনসীতে ফিরলেন দেশ সেরা অলরাউন্ডার
সাকিবে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ?
সালেক সুফী
  • আপডেট করা হয়েছে : ০৮-০৬-২০২২
সাকিবে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ?


সাকিব, তামিম, মাহমুদুল্লাহ তিন পাণ্ডবকে তিন ফরম্যাটে  অধিনায়ক করে পূর্ণাঙ্গ সফরে বাংলাদেশ দল কয়েকটি দলে ভাগ হয়ে এখন ওয়েস্টইন্ডিজ সফরে রওয়ানা হয়েছে। প্রত্যাশা- সকল ফরম্যাটে ঘুরে দাঁড়ানো। ওয়েস্ট ইন্ডিয়েজ দলও পরিবর্তনের জোয়ারে। শক্তি সামর্থ্যরে চুলচেরা বিচারে অতীতের ছায়া হলেও সব ফরম্যাটে দেশের মাটিতে এখনো অনেক শক্তিধর দল। ওডিআই সিরিজ নিয়ে আশাবাদী হয় গেলেও টেস্ট সিরিজ এবং টি২০ সিরিজ নিয়ে আশাবাদী হওয়া সাহসের পরিচায়ক হবে। 

ক্রমাগত পর্যায় আর দুর্বল পারফরম্যান্সের কারণে টেস্ট আঙিনায় বাংলাদেশের অবস্থান প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। ২০০০ থেকে ক্রিকেটের সবচেয়ে কুলিং পরিবারের সদস্য বাংলাদেশ। কিন্তু এই দীর্ঘসময়ে টেস্ট ক্রিকেটে টেকসই উন্নয়ন হয়নি। একটি প্রতিদ্বন্দ্বিতামূলক টেস্ট দলের অবয়ব গড়ে ওঠেনি। কালেভদ্রে হঠাৎ আলোর ঝলকানির মতো দু’একটি সাফল্য আসলেও এখনো পাঁচদিনের প্রতিদ্বন্দ্বিতামূলক টেস্ট ক্রিকেট খেলার মানসিকতাই গড়ে ওঠেনি।

অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, নিউ জিলণ্ড ,দক্ষিণ আফ্রিকা প্রশ্নই আসে না, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিয়েজ এমনকি আফগানিস্তানের সাথেও টেস্ট হেরে যাচ্ছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটের বর্তমান অবস্থার কারণ খুঁজতে আলবার্ট আইনস্টাইন হবার প্রয়োজন নেই। ক্রিকেট প্রেমিক বাংলাদেশের আবাল-বৃদ্ধ-বণিতা জানে কোথায় দুর্বলতা, কি করতে হবে। শুধু জানেনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড। হয়তো জানার গ্রহ বা ক্ষমতা কোনোটাই নেই। 

বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বই সাকিব আল হাসানকে তৃতীয়বারের মতো টেস্ট অধিনায়ক করা হচ্ছে। বর্তমানেদুর্দান্ত ব্যাটিং ফর্মে থাকা লিটন কুমার দাসকে করা হয়েছে সহ-অধিনায়ক। খেলোয়াড় হিসেবে বা অধিনায়ক হিসেবে সাকিবের যোগ্যতা দক্ষতা তর্কের ঊর্ধ্বে। তবে নৈতিকতার মানদণ্ডে কয়েকবার বহিষ্কৃত হয় একজন খেলোয়াড়কে অধিনায়ক করায় দ্বিমত থাকা স্বাভাবিক।

বাজিকরদের সঙ্গে সংযোগের কথা গোপন করে আইসিসি নিষেধাজ্ঞা থেকে ফেরার পর এই প্রথম সাকিবকে আবারো অধিনায়কের দায়িত্ব দেয়া হলো। এক বছরের বহিষ্কার সাজা থেকে ফিরে নানা কারণে সাকিব দেশের হয়ে নিয়মিত খেলেনি। ব্যবসা বাণিজ্যের দিকে খুব মনোযোগী হয়ে পড়েছে। সতীর্থ কারো কারো সাথে এমনকি বিসিবির কোনো কোনো কর্মকর্তার সঙ্গে টান পরনের কানাঘুষা আছে। যাক সে কথা। তবে প্রশ্নটা থেকেই যায় সাকিবের নেতৃত্বে ঘুরে দাঁড়াতে পারবে কী বাংলাদেশ।

টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক সময়ে মূল সমস্যা চাপের মুখে বারবার ভেঙে পড়ছে বাংলাদেশ ব্যাটিং। না পারছে পেস বোলারদের বুক চেতিয়ে মোকাবিলা করতে, না খেলতে পারছে স্পিন। বিশেষত পাঁচদিনের টেস্টে তিন বা চারদিন প্রতিদ্বন্দ্বিতা হলেই পঞ্চম দিনে খেই হারিয়ে ফেলছে। শুনলাম, এবার দলকে সেনাবাহিনীর মনোবিদরা মানসিকভাবে চাঙ্গা হতে সহায়তা করেছেন। 

ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং আক্রমণ অনেক সমৃদ্ধ। গত সফরে বাংলাদেশ একটি টেস্ট ইনিংস ৪৩ রানে সব উইকেট হারিয়েছিল। সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকায় এবং বাংলাদেশে দুই ধরণের বোলিং আক্রমণের মুখে বাংলাদেশ ব্যাটিং মেরুদণ্ডহীন মনে হয়েছে। তদুপরি, দলে বাকিগত কারণে নেই মুশফিকুর রহিম। সফরের শুরুতেই দুই ম্যাচের টেস্ট সিরিজ। বাংলাদেশ দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয়সারির দলের বিরুদ্ধে কৃষ্ণ ধোলাই হয়েছিল।

দেখা যাক, সাকিব দলটাকে কতটুকু সঞ্জীবনী সুধা ঢেলে দিতে পারে। আমি তামিম, জয়, মোমিনুল,লিটন,সাকিবের ব্যাটিংয়ের দিকে চেয়ে থাকবো। ৩৫০ রান প্রতি ইনিংসে করতে না পারলে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দাঁড়াতেই পারবে না। বোলিং নিয়ে আমি আশাবাদী।  মুস্তাফিজ টেস্ট খেললে এবং তাসকিন ফায়ার আসলে পেস আক্রমণ গতি পাবে। তবে উইকেট নিতে হবে শাকিব তাইজুলদের। 

টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দুর্বল। টেস্ট সিরিজটা পরে হলে বাংলাদেশ উইকেট আর পরিবেশের সঙ্গে ধাতস্ত হবার সুযোগ পেতো। এখানেও ক্রিকেট দূতিয়ালিতে দুর্বলতা। দূরদৃষ্টির অভাব বলবো। তার পরেও নিজেদের দেশ আশা রাখতেই হবে। আমি যদি সিরিজ জয় এবং টি২০ সিরিজে প্রতিদ্বন্দ্বিতা আশা করি। টেস্ট সিরিজ নিয়ে আশাবাদী হতে পারছি না। 


শেয়ার করুন