৩০ এপ্রিল ২০১২, মঙ্গলবার, ১১:১৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘বিশেষ চাহিদা সম্পন্নদের প্রতিভা বিকাশে কোন ধরনের প্রতিবন্ধকতা রাখা যাবে না’ সরকার ও বেসরকারি উদ্যোগে দরিদ্রমুক্ত দেশ গড়ে উঠবে - আসাদুজ্জামান খান কামাল ৭০ শতাংশ মৃত্যু অসংক্রামক রোগে, বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবি ‘বিদেশে দেশবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে স্থানীয় আইনে ব্যবস্থা নিন’ ভূল স্বীকার করে সরে দাড়ানোয় একজনের বহিস্কারাদেশ প্রত্যাহার বাফেলোতে সন্ত্রাসীদের গুলিতে দুই বাংলাদেশী নিহত ‘শেরে বাংলা আপাদমস্তক একজন পারফেক্ট বাঙালি ছিলেন’ বিএনপির বহিস্কৃতদের জন্য সুখবর! মে দিবসে নয়পল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ উপজেলা নির্বাচনে অংশ নেয়ার জের, বিএনপির বহিস্কার ৭৬


গানের ছোঁয়ায় কবিতা অনুষ্ঠানে ওয়াশিংটন বইমেলার ঘোষণা
ওয়াশিংটন প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৪-০৭-২০২২
গানের ছোঁয়ায় কবিতা অনুষ্ঠানে ওয়াশিংটন বইমেলার ঘোষণা অনুষ্ঠানে অতিথিবৃন্দ


গত ২৬ জুন সন্ধ্যায় তিন অংশে বিস্তৃত গানের ‘ছোঁয়ায় কবিতা’ শিরোনামে ভার্জিনিয়ার এনানডেইলের মেশন ডিস্ট্রিক গভর্নমেন্ট সেন্টারে অনুষ্ঠানে স্মরণ করা হয় সাংবাদিক ও স্মরণীয় ব্যক্তিত্ব প্রয়াত কাফি খান এবং লেখিকা প্রয়াত দিলারা হাশেমকে। অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বালন ও স্মরণীয় পর্ব পরিচালিত হয় আতিয়া মাহজাবিন নিতুর সঞ্চালনায়। কৃতীসন্তানদের নিয়ে মূল্যবান স্মৃতিচারণ করেন, ভয়েস অব আমেরিকার রোকেয়া হায়দার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব লায়লা হাসান, মিডিয়া ব্যক্তিত্ব সরকার কবির উদ্দিন এবং বিজ্ঞানী মাজহারুল হক। গানের ছোঁয়ায় কবিতা পর্বে স্বরচিত কবিতা পাঠ করেন অমর ইসলাম, তানিম মোস্তফা, শাহনাজ ফারুক, ছড়াকার খালেদ সরফুদ্দিন, গৌতম দত্ত, গীতিকার ও লেখক ইশতিয়াক রুপু, কবি মিশুক সেলিম, ছড়াকার মনজুর কাদের, কবি আনোয়ার ইকবাল কচি, কবি আহসান কবির, ছড়াকার ফকির সেলিম, কবি আনিস আহমেদ, কবি ড. রওনক আফরোজ, কবি দস্তগীর জাহাঙ্গীর তুঘরীল। গানের ছোঁয়ায় কবিতা অনুষ্ঠনের আকর্ষণীয় পর্বের কবিতা আবৃতিতে ছিলেন হুমায়রা হায়দার, কেমেন্ট স্বপন, ফয়সাল করিম, শিমুল মৌ, ফাতিমা সিদ্দিক, শামীম সেলিমুদ্দিন, সরকার কবিরুদ্দিন, গান দিনার মণি, আতিয়া মাহজাবিন নিতু, দিনার মণি, সামিনা আমিন, শিমুল মৌ।

সমাপ্তি পর্বের উপাস্থাপনায় ছিলেন সামিনা আমিন এবং শিমুল মৌ। গুরুত্বপূর্ণ ঘোষণা পর্বে ওয়াশিংটন বইমেলার আহ্বায়ক দস্তগীর জাহাঙ্গীর তুঘরীল, স্থপতি ও কবি আনোয়ার ইকবাল কচি চলতি বছরের অক্টোবর মাসে ওয়াশিংটন বইমেলা ২৯ ও ৩০ অক্টোবরে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন। পাশাপাশি আগামী বইমেলার প্রধান সমন্বয়কারী আতিয়া মাহজাবিন নিতুকে পরিচয় করে দিয়ে উপস্থিত সুধী, কবি এবং শিল্পীদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি করেন কবি ও সংগঠক দস্তগীর জাহাঙ্গীর তুঘরীল। মনোজ্ঞ এই অনুষ্ঠানে রাইটার্স কাব যুক্তরাষ্ট্রের আহ্বায়ক মিশুক সেলিম, সদস্য সচিব খালেদ সরফুদ্দিনসহ ছড়াকার মনজুর কাদের, লেখক ইশতিয়াক রুপু এবং কবি ও নাট্যকর্মী আনোয়ার সেলিম নিউইয়র্ক থেকে যোগ দেন। অনুষ্ঠানে আরো যোগ দেন কবি সনতোষ বড়ুয়া ও কবি নূপুর চৌধুরী।

শেয়ার করুন